কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ল। রোববার থেকে এ বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পর্যটক ও যাত্রীরা এক দিনেই গিয়ে আবার ফিরে আসার সুবিধা পাবেন।
রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন।
তিনি জানান, পর্যটক মৌসুমকে কেন্দ্র করে বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ল। রোববার থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আমাদের নিয়মিত আন্তর্জাতিক এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৬-১৭টি ফ্লাইট উঠানামা করেছে। এখন সেটি বাড়বে। ঢাকা থেকে পর্যটক সকালে এসে রাতে ফিরে যেতে পারবেন বলে জানান তিনি।
কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানোর কারণে পর্যটক আরও আসবে। এতে আমাদের ব্যাবসা বাড়বে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে।