1. [email protected] : চলো যাই : cholojaai.net
যেসব দেশের নাগরিকদের জন্য ইউরোপে ভ্রমণ বৈধ
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

যেসব দেশের নাগরিকদের জন্য ইউরোপে ভ্রমণ বৈধ

  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

জুলাই থেকে ইউরোপে ১৪টি নিরাপদ রাষ্ট্রের নাগরিকরা প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ দেশের তালিকায় রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো ও দক্ষিণ কোরিয়া। আর এ তালিকা থেকে বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর চীনের নাগরিকরা।

নিরাপদ দেশের নতুন যে তালিকা করা হয়েছে সেটিতে আরও পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ তালিকায় আছে– আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া ও উরুগুয়ে।

যুক্তরাজ্য এখন কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে ‘এয়ার ব্রিজ’ পদ্ধতি আয়োজনের চেষ্টা করছে। ব্রিটিশ নাগরিকরা ইউরোপের কোনো দেশে গেলে যাতে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টা্ইনে থাকতে না হয়।

আসন্ন গ্রীষ্মের ছুটিতে এই ব্যবস্থা করতে চাইছে যুক্তরাজ্য। কারণ ইউরোপের পর্যটন খাতের জন্য এই মৌসুমটি ব্যস্ততম। এ সময়ে লাখো মানুষ এ খাতে বিভিন্ন রকম কাজ করে। ইইউয়ের এই নিরাপদ রাষ্ট্রের তালিকা এবং এর যোগ্যতা সম্পর্কে মঙ্গলবার পরের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com