ক্রিস্টিনা রথ নামে এক নারী এই দ্বীপের মালিক। শুধু নারীদের ছুটি কাটানোর জন্যই তিনি এ দ্বীপটিকে সাজিয়ে তুলেছেন। এই দ্বীপটি (৮.৪৭ একর) দু-বছর আগে কিনেছেন তিনি। ক্রিস্টিনা একজন বিজনেস কনসালট্যান্ট। ফোর্বসের দ্রুত উন্নতি করা নারীচালিত সংস্থাগুলোর তালিকায় রয়েছে তার কোম্পানিও।
ক্রিস্টিনা নারীদের জন্য সংরক্ষিত একটি স্থান তৈরির চিন্তাভাবনা থেকেই এই দ্বীপ কেনেন। তিনি এই দ্বীপে নারীদের নিরাপত্তাসহ সব বিষয়েরই সুবিধা রেখেছেন।
ফিটনেস ও নিউট্রিশনের দিকেও যাতে নারীরা সেখানে ধ্যান রাখতে পারেন, সে জন্য সেখানে আছে সবরকম ব্যবস্থা। ক্রিস্টিনা দ্বীপটি কেনার পর সেখানে গড়ে তোলেন একটি রিসোর্ট। যেখানে আছে ৪টি বড় বড় কেবিন।
প্রতি কেবিনে ১০ জন করে নারী থাকতে পারেন। আরও আছে স্পাসহ সানবাথের ব্যবস্থা। এই দ্বীপে সময় কাটাতে চাইলে জনপ্রতি পাঁচ দিনের জন্য খরচ পড়ে ২-৪ লাখ টাকা পর্যন্ত।
তবে শুধু টাকা দিলেই কিন্তু সুপারশি আইল্যান্ডে যাওয়ার অনুমতি মিলবে না। এর জন্য অনেক দিন আগে থেকেই বুকিং দিতে হয়। তারপর আবার দিতে হয় ইন্টারভিউ। সেখানে উত্তীর্ণ হলে তবেই যেতে পারবেন নারীদের জন্য সংরক্ষিত এই দ্বীপে।
নিজের মতো থাকো, নিজের মতো বাঁচো, নিজের ওপর ফোকাস করো—তখন ঠিক এটাই মাথায় আসে ক্রিস্টিনার। পুরুষের উপস্থিতি যাতে এর অন্তরায় না হয়, তার জন্য নিজের এই দ্বীপ থেকে পুরুষদেরই বাদ দিয়ে দিয়েছেন তিনি।