শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের নজরে বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের তরুণেরা মেধাবী ও পরিশ্রমী। তাঁদের হাত ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অগমেডিক্স সফলতা পেয়েছে। এই সাফল্যের বার্তা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাঁরা এখন বাংলাদেশ নিয়ে আরও আশাবাদী ও আগ্রহী।

অগমেডিক্সের এ দেশীয় প্রধান রাশেদ মুজিব এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অগমেডিক্সকে সম্প্রতি অধিগ্রহণ করেছে একই ধারার আরেক প্রতিষ্ঠান কমিউর। একীভূত হওয়ার পর কমিউর ও অগমেডিক্সের কর্তাব্যক্তিরা বাংলাদেশ সফর করেন। এ সময় তাঁরা স্থানীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ উপলক্ষে তাঁরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অগমেডিক্স গত ১০ বছরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। মাত্র ৬০ জন দিয়ে শুরু করে তাদের কর্মী বাহিনী এখন প্রায় ১ হাজার ৩০০ জনের।

কমিউরের প্রধান ব্যবসা কর্মকর্তা হর্শ সোলানকি বলেন, ‘অধিগ্রহণের পর কমিউর বাংলাদেশে বিপুল বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। আধুনিক এআই সমৃদ্ধ হওয়ার কারণে সেবা প্রদান এখন আরও সুবিধাজনক এবং যুক্তরাষ্ট্রের বাজারে সেবাগ্রহীতাদের আগ্রহ বাড়বে।’

রাশেদ মুজিব বলেন, বিদেশিদের এই আগ্রহ বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের আইসিটি খাত শক্তিশালী করবে। গত ১০ বছরের অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের তরুণদের মেধাবী, পরিশ্রমী হিসেবে আখ্যা দেন, তাঁদের প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অগমেডিক্সের প্রতিষ্ঠাতা ও কমিউরের সিএসও ইয়ান শাকিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com