মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকতে হলে কানাডিয়ানদের নতুন নিবন্ধন বাধ্যতামূলক

  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ভ্রমণের পরিকল্পনা করছেন—এমন কানাডিয়ানদের জন্য নতুন নিয়ম আসছে। আগামী মাস থেকে ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে কানাডিয়ানদের অবশ্যই মার্কিন সরকারের সঙ্গে নিবন্ধন করতে হবে। গত শুক্রবার কানাডার সরকার তাদের ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করতে হলে কানাডিয়ানদের নতুন নিয়ম মেনে চলতে হবে।

এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রটেকটিং দ্য আমেরিকান পিপল এগেইনস্ট ইনভেশন’ নির্বাহী আদেশের অংশ, যা গত ২০ জানুয়ারি স্বাক্ষরিত হয়েছে। এ আদেশের আওতায় যেকোনো অমার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দাকে নতুন নিবন্ধনপ্রক্রিয়ার মধ্যে পড়তে হবে।

কানাডার সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘যাঁরা ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকবেন, তাঁদের মার্কিন সরকারের সঙ্গে নিবন্ধন করা বাধ্যতামূলক। এটি না মানলে জরিমানা, শাস্তি বা মামলা হতে পারে।’

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে ৬ কোটি ৬৮ লাখ মানুষ ভ্রমণ করেছেন। এর মধ্যে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন ২ কোটি ৫১ লাখ বার। কানাডার প্রায় ৮০ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের ১০০ কিলোমিটারের মধ্যে বসবাস করায় তাঁদের অন্যতম একটি বেড়ানোর জায়গা যুক্তরাষ্ট্র। এমন অনেকে আছেন, যাঁরা দিনের বেলা ঘুরতে গিয়ে আবার সন্ধ্যায় চলে আসেন।

অনেক কানাডিয়ানের যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে, অর্থাৎ যে জায়গাগুলোয় শীত কম, সেই জায়গায় তাঁদের বাড়িঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠানে রয়েছে। তাঁরা ‘স্নোবোর্ড’ হিসেবে পরিচিত। নতুন নিয়মটি আগামী ১১ এপ্রিল কার্যকর হবে এবং এটি বিশেষ করে ‘স্নোবোর্ড’ কানাডিয়ানদের প্রভাবিত করবে।

ক্ষমতা ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ানদের অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করে কানাডাতেই ভ্রমণ করতে, যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের চেয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ৪০ শতাংশ কমেছে কানাডিয়ানদের যুক্তরাষ্ট্র ভ্রমণ।

আগামী সামারে যাঁরা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণের জন‍্য হোটেল-মোটেল বুকিং দিয়েছিলেন এবং বিমানের টিকিট কিনেছিলেন, তা অনেকেই বাতিল করেছেন।

এর পরিবর্তে তাঁরা বেছে নিয়েছেন মেক্সিকোসহ ক্যারিবিয়ান দেশগুলোকে।

কানাডার সরকার ভ্রমণকারীদের পরামর্শ দিয়েছে, তাঁরা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাদের ১-৯৪ অ্যাডমিশন ফর্ম মার্কিন কাস্টমস ও বর্ডার প্রটেকশন (সিবিপি) ওয়েবসাইট থেকে চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কানাডিয়ানরা ভিসা ছাড়াই ছয় মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন, তবে প্রবেশের সময় তাঁদের অবস্থানের সময়কাল ঘোষণা করতে হতো। নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ‘কিছু নির্দিষ্ট বিদেশি নাগরিকের’ আগের মতো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করা না–ও হতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের কানাডার ওপর শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার দাবি ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। এসব কারণে অনেক কানাডিয়ান যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন বা বাতিল করছেন।

শুধু কানাডা নয়, যুক্তরাজ্য ও জার্মানিও তাদের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির কারণে ব্রিটিশ ও জার্মান নাগরিকদের যুক্তরাষ্ট্রের সীমান্তে আটকের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com