শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
Family of patriots with USA flags on Independence Day

সাধারণত যে ব্যক্তি আমেরিকায় অভিবাসী হতে চান, তাকে অভিবাসী ভিসার জন্য আবেদন করার আগে তার কাছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) অনুমোদিত একটি পিটিশন অবশ্যই থাকতে হবে। পিটিশনটি হয় কোনো যোগ্য নিকটাত্মীয়কে ফাইল করতে হবে অথবা কোনো সম্ভাব্য নিয়োগকর্তাকে ইউএসসিআইএসের অফিসে দাখিল করতে হবে। অভিবাসী পিটিশন ফাইল করার বিষয়ে নির্দিষ্ট তথ্যাবলি ইউএসসিআইএসের ওয়েবসাইটে দেওয়া আছে। যেসব ব্যক্তির কাছে অনুমোদিত পিটিশন ও অগ্রাধিকার তারিখ (ঢ়ৎরড়ৎরঃু ফধঃব) আছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন আছে (যদি প্রযোজ্য হয়), তাহলে তিনি একটি অভিবাসী ভিসা বা কে (ক) অ-অভিবাসী ভিসার জন্য আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ।

২০১১ সালের ১৫ আগস্ট থেকে কার্যকর পিটিশনের কেউ যদি বাংলাদেশে বসবাস করেন, যেখানে ইউএসসিআইএসের কোনো অফিস নেই, তাদের অবশ্যই ইউএসসিআইএস শিকাগো লকবক্সে ডাকযোগে ফরম আই-১৩০ পাঠাতে হবে। যেসব মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ইউএসসিআইএসের উপস্থিতি নেই, তারা কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে ফরম আই-১৩০ গ্রহণ এবং প্রক্রিয়াকরণ করতে সক্ষম যেমনটা নিচে বলা হয়েছে। ২০১১ সালের ১৫ আগস্টের আগে অন্যান্য দেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যেখানে ইউএসসিআইএসের উপস্থিতি নেই, সেখানে যেসব ফরম-১৩০ যথাযথভাবে ফাইল করা হয়েছিল, সেগুলো এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না।

নিয়মিত মেইল পাঠানোর জন্য ইউএসসিআইএস শিকাগো লকবক্সের ঠিকানা: ইউএসসিআইএস, পি.ও. বক্স ৮০৪৬২৫, শিকাগো, আইএল ৬০৬৮০-৪১০৭

এক্সপ্রেস মেইল ও কুরিয়ার পাঠানোর জন্য ইউএসসিআইএস শিকাগো লকবক্সের ঠিকানা:

ইউএসসিআইএস, এটিটিএন: আই-১৩০, ১৩১ সাউথ ডিয়ারবর্ন-তৃতীয় তলা, শিকাগো, আইএল ৬০৬০৩-৫৫১৭

শিকাগো লকবক্সে কীভাবে ফরম আই-১৩০ ফাইল করতে হবে, সে বিষয়ে আরও অধিক তথ্যের জন্য ইউএসসিআইএস-এর ওয়েবসাইট দেখুন  বা আমেরিকায় ১-৮০০-৩৭৫-৫২৮৩ নম্বরে টেলিফোন করে ইউএসসিআইএসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর থেকে কার্যকর, যে সব ব্যক্তি বিদেশ থেকে অভিবাসী ভিসা পেয়েছেন তাদের আমেরিকায় যাত্রা করার আগে অনলাইনে ইউএসসিআইএসকে ২২০ ডলার অভিবাসী ভিসা ফি জমা দিতে হবে। তবে সম্ভাব্য দত্তক গ্রহণকারী অভিভাবক যাদের সন্তান অনাথ বা হেগ পদ্ধতির মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছে, বিশেষ করে ইরাকি ও আফগান অভিবাসী যারা মার্কিন সরকারের দ্বারা নিযুক্ত, ফেরত আসা বাসিন্দা এবং যাদেরকে (ক) ভিসা দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে এই ফি নেওয়া হয় না। ইউএসসিআইএস অভিবাসী ফি-এর বিষয়ে নিচের ইউএসসিআইএস ওয়েবসাইটে বিশদ বিবরণী আছে। যদি এ বিষয়ে কেউ আরও বেশি জানতে চান তাহলে তিনি এই সাইট ভিজিট করতে পারেন।

২০১১ সালের ১৫ আগস্ট থেকে আবেদনকারী যারা বিশ্বাস করেন যে, তাদের পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে সেটিকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা উচিত, তারা কনস্যুলার বিভাগকে দরখাস্ত গ্রহণ করার অনুরোধ করতে পারেন। প্রতিটি অনুরোধকে পৃথকভাবে মূল্যায়ন করা হবে।

যে আবেদনকারী ফরম আই-১৩০ দাখিল করতে চান, তাদের কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যতিক্রমী পরিস্থিতির জন্য বিবেচনা করার অনুরোধ করতে হবে এবং পরিস্থিতিটাকে বিশদে বর্ণনা করতে হবে। এরপর কনস্যুলার বিভাগ এই ব্যতিক্রম হিসাবে গণ্য করার অনুরোধটিকে ইউএসসিআইএস-এর আঞ্চলিক দপ্তরে পাঠিয়ে দেবে। আঞ্চলিক দপ্তরও যদি ব্যতিক্রম হিসেবে গণ্য করার আবেদনকে যুক্তিযুক্ত মনে করে, সে ক্ষেত্রে ইউএসসিআইএসকে সেরকম নির্দেশ প্রদান করবে। যে সব পরিস্থিতি ব্যতিক্রমী হিসেবে গণ্য হতে পারে, তা জানার জন্য ইউএসসিআইএসের ওয়েবসাইট ভিজিট করে দেখা যেতে পারে।

সব আবেদনকারীকে দূতাবাসের অনুমোদিত চিকিৎসকদের মাধ্যমে শারীরিক পরীক্ষা করাতে হবে। দূতাবাস আপনাকে আপনার শারীরিক পরীক্ষার জন্য আপনি কীভাবে সময় নির্ধারণ করবে, সে বিষয়ে নির্দেশনা পাঠাবে। এই জাতীয় নির্দেশগুলো পাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার চেষ্টা করবেন না।

যদি আপনার কাছে দূতাবাসে সাক্ষাৎকারের তারিখ এবং সময় থেকে থাকে, তাহলে আপনাকে সাক্ষাৎকারের জন্য পূর্বনির্ধারিত তারিখ ও সময় অনুসারে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে উপস্থিত হতে হবে। দয়া করে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নিরাপত্তামূলক সীমাবদ্ধতাগুলো পড়ে নিন। সাক্ষাৎকারে আসার সময় কী কী সামগ্রী আপনি সঙ্গে আনতে পারবেন, কী কী আনতে পারবেন না সে বিষয়ে সাইটে বিস্তারিত উল্লেখ করা আছে। আপনাকে আপনার সাক্ষাৎকারের চিঠি ও আপনার আবেদনকৃত ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

(বিশেষ দ্রষ্টব্য: এই নিবন্ধ কোনো আইনি পরামর্শ নয়। এটি কেবল ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের সন্নিবেশ মাত্র)

লেখক :   আফতাব আহমেদ, যুক্তরাষ্ট্র ব্যারিস্টার-অ্যাট-ল, নিউইয়র্ক প্রবাসী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com