বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় পড়াশোনার সুযোগ

  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া কৃত্রিম বুদ্ধিমত্তায় এমএসসিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিয়েছে। নতুন এই স্নাতকোত্তর প্রোগ্রামটি এক বছরের। প্রোগ্রামটি শিক্ষার্থীদের এআই সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্যই করা হয়েছে। মেশিন লার্নিং, ডেটা মাইনিং ও সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার অনন্য সুযোগ পাবেন এ কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। কোর্সটি ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হবে।

আবেদনের যোগ্যতা

কম্পিউটিং ও ডেটা সায়েন্সে প্রবল আগ্রহ থাকা স্নাতক শিক্ষার্থীরা এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্যর ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ, ৫০০ বৃত্তি, নেতৃত্বের গুণাবলি ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ সুবিধা

ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

কোর্সের কাঠামো

এ কোর্সের পাঠ্যক্রমে পাইথনের মতো মৌলিক প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে এআই সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত পড়ানো হবে। কোর্সটি এমনভাবে সাজানো যে শিক্ষার্থীরা যেন কোর্সের শেষে এ–সংক্রান্ত শিল্পে কাজের জন্য নিজেকে তৈরি করতে পারেন। প্রোগ্রামটি শিক্ষার্থীদের এআইয়ের মূল বিষয় সম্পর্কে গভীর ধারণা দিতেই কারিকুলাম তৈরি করা হয়েছে। পাশাপাশি ক্ষেত্রে ব্যবহৃত সর্বশেষ প্রযুক্তি ও সরঞ্জামগুলোর সঙ্গে বাস্তব অভিজ্ঞতাও বৃদ্ধি করে। শিক্ষার্থীরা ইউইএর অত্যাধুনিক সম্পদ ও স্বাস্থ্যসেবা এআইয়ে দক্ষতার অ্যাকসেস থেকে উপকৃত হবেন, যাতে তাঁরা যুগান্তকারী গবেষণা ও শিল্পোন্নয়নের সঙ্গে পরিচিত হতে পারেন।

শিক্ষার্থীরা কোর্সজুড়ে ক্যাম্পাসে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা ও একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষায় গবেষণা ও উদ্ভাবন বিষয়ে শেখার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা এ প্রোগ্রামের অন্তর্ভুক্তিমূলক, সমালোচনামূলক চিন্তাভাবনা, দলগত কাজ ও ব্যক্তিগত উন্নয়নের নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

পড়া শেষে ক্যারিয়ার গঠনের সুযোগ

এ প্রোগ্রামের স্নাতক ও স্নাতকোত্তর শেষে এআই–সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ক্যারিয়ার গঠনের সুযোগ থাকবে। এ প্রোগ্রামটি শেষ হওয়ার পরে এআই সিস্টেম ডেভেলপার, একাডেমিক গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষক, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ফিন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ থাকবে।

*আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা এ প্রোগ্রামের জন্য বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন। এখানেও মিলবে বিস্তারিত তথ্য

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com