1. [email protected] : চলো যাই : cholojaai.net
যুক্তরাজ্যে বিনা খরচে উচ্চ শিক্ষায় রয়েছে যেসব স্কলারশিপ
রবিবার, ১১ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে বিনা খরচে উচ্চ শিক্ষায় রয়েছে যেসব স্কলারশিপ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

যুক্তরাজ্যে পড়াশুনা করা আপনার ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ হতে পারে। দেশটিতে একাধিক বিষয়ে উচ্চতর ডিগ্রি রয়েছে। যা একজন ব্যক্তির শিক্ষা জীবনকে যেমন পরিবর্তন করে দিতে পারে, তেমনি তার চাকরি জীবনেও বড় সাফল্য আনতে পারে।

যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকের সবচেয়ে বড় বাধা অর্থের জোগান। অর্থের অভাবে প্রতি বছর অনেক শিক্ষার্থীর যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন ভগ্ন হয়ে যায়। তবে দেশটিতে প্রতি বছরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে একাধিক স্কলারশিপ প্রদান করা হয়। কোনো শিক্ষার্থী এসব স্কলারশিপ পেলে যুক্তরাজ্যে টিউশন ফি, জীবন ধারণের খরচ এবং বিমানে আসা যাওয়ার খরচও তাকে বহন করতে হয় না।

ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়। কেউ চাইলে এখান থেকে বিভিন্ন তথ্য বা সেবা নিতে পারেন।

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রধান তিনটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।

> গ্রেট স্কলারশিপ
> চেভেনিং স্কলারশিপ ও
> কমনওয়েলথ স্কলারশিপ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com