মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

মেহেদি উৎসব

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী মেহেদি উৎসব উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়টির পরিবেশবাদী সামাজিক সংগঠন অভয়ারণ্য। বাঙালি সংস্কৃতি তুলে ধরতে শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ব্যতিক্রমী এ আয়োজন করে সংগঠনটি।

এ আয়োজনে দুই বছর আগে ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে রোপিত মেহেদি গাছ থেকে পাতা সংগ্রহ করে শিক্ষার্থীদের হাতে সাজিয়ে দেওয়া হয়। এছাড়াও বাঙালিয়ানা গান, পটপাঠ ও নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিকে এদিন ক্যাম্পাস ভ্রমণে আসা রাশিয়ার কয়েকজন পর্যটক এই অনুষ্ঠানে অংশ নিলে এটি আয়োজনকে আরো নান্দনিক করে তোলে।অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরতে আজকে আমরা মেহেদি উৎসব উদযাপন করেছি। আমরা দুই বছর আগে ক্যাম্পাসে লাগানো অন্তত ৬০টি মেহেদি গাছের পাতা থেকে এ আয়োজন করেছি। এসব পাতা বেঁটে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেহেদি তৈরি করে বিক্রি করছি।

এখান থেকে সংগৃহীত অর্থ আমরা বিভিন্ন পরিবেশগত কাজে ব্যবহার করবো। এর পাশাপাশি পরিবেশের ওপর গাছের যে গুরুত্ব তা তুলে ধরতে আমরা এখানে বিভিন্ন ধরনের ভেষজ এবং ওষধি গাছের পাতাও রেখেছি।’এর আগে ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কের পশ্চিম পাশে অর্ধশতাধিক মেহেদি গাছ রোপণ করে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com