মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

মিস ইউনিভার্স: ইতিহাস গড়লেন ভিক্টোরিয়া

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

মিস ইউনিভার্সের এবারে আয়োজনে বিজয়ী হয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম আসরের বিজয়ী ভিক্টোরিয়া মুকুটজয়ের মধ্য দিয়ে ইতিহাসেরও অংশ হয়েছেন। এর আগে ডেনমার্ক থেকে কোনো প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পাননি। সিএনএন

২১ বছর বয়সী ভিক্টোরিয়া নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং ভবিষ্যৎ আইনজীবী। মেক্সিকো সিটিতে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন ডেনমার্কের এই প্রতিযোগী।এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত ফলাফলের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৩০ প্রতিযোগীর তালিকা প্রকাশ করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এই ৩০ প্রতিযোগী থেকে সেমিফাইনালিস্ট নির্বাচিত করে তাঁদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড প্রতিযোগিতা হয়। এরপর তাঁদের মধ্য থেকে ১২ জন গাউন প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পেয়েছে নেতৃত্বের গুণাবলি ও মনোবলের দৃঢ়তার বিষয়ে। ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘কেউ যদি তাঁকে মূল্যায়ন না করেন, তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন?’ উত্তর ভিক্টোরিয়া বলেন, ‘আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি।’

কথা প্রসঙ্গে ভিক্টোরিয়া বলেন, ‘যে যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ, আমি নিজেকে বদলাতে চেয়েছি। আমি ইতিহাস গড়তে চেয়েছি এবং আজ রাতে সেই ইতিহাসই গড়েছি।’
মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ২৮ বছরের বেশি বয়সী নারীর অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে গর্ভবতী নারী, মা ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী মাল্টার প্রতিযোগী বিয়েট্রিস এনজয়া চূড়ান্ত পর্বে পৌঁছে এ প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন। ভিক্টোরিয়া এই বিজয়কে মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী মুহূর্ত, যা বৈচিত্র্য, ক্ষমতায়ন ও আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে বলে মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com