বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

মিষ্টি কুমড়ায় চেপে ২৬ ঘণ্টায় ৪৫ মাইলের বেশি দূরত্ব পেরিয়ে বিশ্বরেকর্ড

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বিশালাকায় কুমড়া দিয়ে নৌকা বানানো নতুন কিছু নয়। এই নৌকায় চেপে নদী বা খালে ভ্রমণ বেশ পছন্দ রোমাঞ্চপ্রেমীদের। তবে যুক্তরাষ্ট্রের অরিগনের এক ব্যক্তি যে কাণ্ড করেছেন তা পিলে চমকে দেবে। এক-দুই মাইল নয়, এই কুমড়ার নৌকায় চেপে ৪৫ দশমিক ৬৭ মাইল পেরিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।

গ্যারি ক্রিস্টেনসেন নামের এই ব্যক্তি প্রথমে ১ হাজার ২৩৪ পাউন্ড ওজনের বিশাল মিষ্টি কুমড়ায় গর্ত করে নদীতে ভাসানোর উপযোগী করেন। তারপর ওয়াশিংটনের একটি নদী ধরে এই কুমড়ানৌকায় চেপে দাঁড় টেনে ৪৫ দশমিক ৬৭ মাইল পেরিয়ে গিনেস বুকে নিজের নাম তোলেন।

হ্যাপি ভ্যালি এলাকার বাসিন্দা গ্যারি ক্রিস্টেনসেন ২০১১ সাল থেকে বিশাল আকারের মিষ্টি কুমড়া উৎপাদন করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা বা উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৩ সাল থেকে নিজের জমিতে উৎপাদিত বিশালাকায় কুমড়াকে নৌকায় রূপান্তর করা শুরু করেন। গত চার বছরের প্রতিযোগিতার শিরোপাজয়ীও তিনি।

এবার পাংকি লোফস্টার নামে পরিচয় করিয়ে দেওয়া বিশাল মিষ্টি কুমড়ায় গর্ত করে নৌকা তৈরি করেন। উদ্দেশ্য এমন নৌকায় চেপে দাঁড় টেনে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়া।

১২ ও ১৩ অক্টোবর কলাম্বিয়া নদীর ভাটিতে তাঁর এই ভ্রমণে সময় লাগে ২৬ ঘণ্টার বেশি। আর এতেই ভেঙে যায় আগের রেকর্ডটি, যেখান ৩৯ মাইল দূরত্ব অতিক্রম করেছিলেন প্রতিযোগী।

রেকর্ড গড়তে ২৬ ঘণ্টার বেশি নৌভ্রমণ করতে হয় ক্রিস্টেনসনকে। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রেকর্ড গড়তে ২৬ ঘণ্টার বেশি নৌভ্রমণ করতে হয় ক্রিস্টেনসনকে। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ক্রিস্টেনসনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কায়াকে চেপে কয়েকজন অনুসরণ করছিলেন তাঁকে। অনুসরণকারীর তালিকায় ছিল একটি বোটও। তার মনে এই নয় যে গোটা ভ্রমণটা একেবারেই ঝামেলামুক্ত ছিল।

ক্রিস্টেনসেন জানান, তাঁর ভ্রমণে বাগড়া দেয় বাতাস এবং বিশাল সব ঢেউ।

‘ভ্রমণের চার-পাঁচ মাইল এলাকায় বাতাসের বেগ ছিল ৩০-৩৫ মাইল।’ অরিগন পাবলিক ব্রডকাস্টিংকে তিনি বলেন, ‘বোনেভিল বাঁধ এলাকা থেকে যাত্রা শুরু করি। কখনো কখনো প্রবল ঢেউ কুমড়ার ওপরে উঠে যাচ্ছিল। পানিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিলাম আমি।’

তাঁর ভ্রমণটি রেকর্ড করার জন্য ব্রুমস্টিকে আটকানো একটি ক্যামেরা ব্যবহার করছিলেন। কুমড়ার নৌকার একপাশে আটকানো ছিল প্রিন্ট করা দুটি শব্দ। সেটা ছিল কৌতূহলী লোকদের সবচেয়ে সাধারণ প্রশ্নের উত্তর , ‘এটা সত্যি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com