বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

মিশরের পিরামিড

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিড ছিল মানুষের তৈরী সবচেয়ে বড় স্থাপনা। সকল ধরনের আধুনিক সুবিধা ব্যবহার করেও বর্তমান যুগে এই ধরনের স্থাপনা নির্মান এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্ত আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন মিশরের পিরামিড।

প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও। পিরামিড হলো ফারাওদের পূর্ণজন্মের প্রবেশ দ্বার। মিশরিয়াগন বিশ্বাস করতো ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজত্ব করতো। তাদের ধারনা ছিল তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহ যতদিন সংরক্ষন করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। এজন্যই তারা মৃত ফারাওদের দেহ পিরামিডের মধ্যে এক বিশেষ ব্যবস্থায় সংরক্ষন করে রাখাতো। মিশরের ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি পিরামিড রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজা মালভ‚মিতে খুপুর পিরামিড। এটি ৪৭০০ বছর আগে নির্মিত। খুপুর পিরামিডের আয়তন ৬টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় ৪২ তলা বিল্ডিং এর সমান।

১৮৮৯ সালের আইফেল টাওয়ার নির্মানের আগ পর্যন্ত এটিই ছিল সবচেয়ে উচু স্থাপনা।

২০ লক্ষ পাথরের বøক দিয়ে পিরামিড তৈরী করা হয়েছিল। এই বøকগুলো প্রায় ৫০০ মাইল দূর থেকে নির্মানস্থলে আনা হয়েছে। আড়াই থেকে ৫০ টন ওজনের প্রায় ২০ লক্ষ বøক মরুভ‚মির মধ্য দিয়ে তারা কিভাবে বহন করে নিয়ে এসেছে তা সত্যি এক অবাক বিস্ময়। চুনাপাথরের বøক দিয়ে বাইরের দেয়াল আর গ্রানাইট পাথর দিয়ে ভিতরের দেয়াল তৈরী করা হয়েছে।

বাইরের এবং ভিতরের একটি বøকের ন্যূনতম ওজন ৪০টি প্রাইভেটকারের সমান। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্রেন দিয়ে ১০ টন ওজনের একটি পাথর ১০০ মিটার পর্যন্ত তোলা যায় অথচ তারা ঐ যুগে কোন ক্রেন ছাড়াই এত ভারী পাথর ১৫০ মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুতভাবে জোড়া দিয়েছে। খুপুর পিরামিডের ভেতরে ৩ টি চেম্বার রয়েছে। ৩০০ ফিট দৈর্ঘ্য এবং ৩ ফিট প্রস্থ নিরেট পাথর কেটে এই চেম্বার তৈরী কর হয়েছে। এই চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে যেতে ১৫০ ফুট সিড়ি বেয়ে নিচে নামতে হয়।বর্তমানকালের যন্ত্র দিয়ে এতসুন্দরভাবে পাথর কাটা সম্ভব নয়।

পৃথিবীর এই প্রাচীন আশ্চর্য সাহারা মরুভ‚মি অঞ্চলে অবস্থিত। অতীতে সাহারা মরুভ‚মির এই জায়গাটিতে ছিল চেচিস সাগর। একটি সাগর কিভাবে বিশ্বের সবচেয়ে বিশাল মরুভ‚মিতে পরিনত হতে পারে তা এখানে না এলে বিশ্বাস হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com