1. [email protected] : চলো যাই : cholojaai.net
মালয়েশিয়ার ভিজিট ভিসা
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
Uncategorized

মালয়েশিয়ার ভিজিট ভিসা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মালয়েিেশয়ার ভিজিট ভিসার জন্য যে সমস্ত কাগজ পত্র প্রয়োজন।
১. অরিজিনাল এম আরপি পাসপোর্ট (৬ মাসের ভ্যালিডিটি থাকতে হবে)
২. ফটো ২ কপি ।(৩৫ এস এম  ৫০ এম এম । সাদা ব্যাকগ্রাউন্ড বা গেøাসি পেপারে প্রিন্ট করতে হবে।)
৩. ব্যাংক স্টেটম্যান্ট ।
৪. ট্রেড লাইসেন্স ( নোটারাইজেড ও ইংরেজীতে ট্রান্সলেটেড)
৫. এন ও সি ( চাকরিজীবিদের ক্ষেত্রে)
৬. ভিজিটিং কার্ড – ২টা
৭. অফিস আইডি কার্ড ।
৮. ডি ও লেটার। (সরকারি চাকুরীজিবীদের ক্ষেত্রে)

ফ্যামিলি ভিসার জন্য (স্ত্রী সন্তানদের ক্ষেত্রে)

১. অরিজিনাল এম আরপি পাসপোর্ট ।
২. ফটো ২ কপি।
৩. স্টুডেন্ট আইডি কার্ড।
৪. মেরিজ সার্টিফিকেট।

গ্রুপ ভিসা

গ্রুপ ভিস্রা ক্ষেত্রে কোম্পানির ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট নোটারাইজড হতে হবে।
এছাড়া একটি পূর্নাঙ্গ ট্রাভেল প্লান সহ সবার নাম ও পাসপোর্ট নম্বর উল্লেখপূর্বক রাষ্ট্রদূত বরাবর আবেদন করতে হবে।

ই ভিসা

ই ভিসার ক্ষেত্রে উপরোক্ত কাগজ পত্র সহ অনলাইনে আবেদন করতে পারেন।ভিসার জন্য ৪০০০টাকা এবং ই ভিসার জন্য ৩০০০ টাকা লাগে।
পূর্বে মালয়েশিয়ার ভ্রমন করে থাকলে ভিসার কপি ও তারিখ উল্লেখ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com