শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
Uncategorized

কম খরচে পড়াশোনা করার সুযোগ মালয়েশিয়াতে

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১

কম খরচে পড়াশোনা করার সুযোগ ও আন্তার্জাাতিক মান সম্পন্ন শিক্ষার কারনে অনেকেই ইদানিং মালয়েশিয়াতে পড়তে যাচ্ছে। ভালো ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এস.এসসি এবং এইচ.এস.সিতে কমপক্ষে জিপিএ ২.৫ পেতে হবে।

ভর্তির জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন:

১। ভর্তির জন্য আবেদনপত্র (সঠিকভাবে পূরনকৃত)
২। একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীটের ফটোকপি
৩। পাসপোর্ট সাইজ ফটো (৩.৫এমএম৪.৫এমএম হোয়াইট ব্যাকগ্রাউন্ড) ৮ কপি
৪। আই.এল.টি এস এর স্কোর
৫। শিক্ষা প্রতিষ্ঠানের রেফারেন্স লেটার- ২ সেট
৬। স্টেটমেন্ট অব পারপাস
৭। সিভি

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। অরিজিনাল ভিসা এ্যপ্রæভাল লেটার
২। অরিজিনাল অফার লেটার
৩। অরিজিনাল পাসপোর্ট সাইজ এক সেট ফটোকপি।
৪। পাসপোর্ট সাইজ ফটো (২ কপি)
৫। অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট ও আইডি কার্ড।
৬। আই এল টি এস স্কোর।
৭। এ্যামবাসি ফি সহ জমা দিতে হবে।

কোর্স ডিউরেশন                                             টিউশন ফি (প্রতিবছর)                                      লিভিং এক্সপেন্সেস (প্রতিবছর)
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম                                    ৪০০০-১০,০০০ ইউ এস ডলার                          ৩০০০-৩২০০ ইউ এস ডলার
গ্রাজুয়েট প্রোগ্রাম                                             ৬০০০-১০,০০০ ইউ এস ডলার                          ৩০০০-৩২০০ ইউ এস ডলার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com