মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বিনোদনকেন্দ্রে অভিযান, বাংলাদেশিসহ আটক ২ শতাধিক

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ছয়টি অবৈধ বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে বাংলাদেশি, পাকিস্তানিসহ ২০৭ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে রোববার (১৫ অক্টোবর) পর্যন্ত কুয়ালালামপুর, সেলাঙ্গর ও জহরে এ অভিযান চালানো হয়।

সিআইডির উপ-পরিচালক রুশদি (তদন্ত/আইন প্রণয়ন) দাতুক রুশদি মো. ইসা বলেন, রোববার দাং ওয়াঙ্গির উইলাইয়াহ কমপ্লেক্সে চারটি বিদেশি পরিচালিত বিনোদনকেন্দ্রে অভিযান চালানো হয়। এই বিনোদনকেন্দ্রগুলো গত ১ বছর ৩ মাস ধরে চালানো হচ্ছিল।

অভিযানে ৩৮ বাংলাদেশি ও পাকিস্তানিকে আটক করা হয় বলে জানান তিনি।

বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে রুশদি বলেন, বিনোদনকেন্দ্রগুলোতে বাংলাদেশিরা ম্যানেজার, সহকারী ম্যানেজার ও কর্মী হিসেবে কাজ করছিলেন। ১০ জন স্থানীয়সহ এর বেশিরভাগ খদ্দের বাংলাদেশিরা।

মানবপাচার সংশ্লিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি। রুশদি জানান, এই ক্লাবগুলো সন্ধ্যা ৭টা থেকে পরের দিন ভোর ৭টা পর্যন্ত পরিচালিত হতো। এখানে মঞ্চে থাকা নারীদের শরীরে টাকা ছুড়তেন দর্শনার্থীরা। যিনি বেশি টাকা ছুড়তেন তার জন্য নৃত্য করতেন এবং বিনোদিত করতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ অক্টোবর আরেক অভিযানে জোহর বাহরুর তামান তাম্পোই ইন্দাহে বুকিত আমান সিআইডি অপরাধ দমন, জুয়া এবং সিক্রেট সোসাইটি বিভাগ (ডি৭) ৯৬ বিদেশি নাগরিককে আটক করে পুলিশ। তাদের মধ্যে থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৫১ বছরের মধ্যে।

এছাড়া শনিবার (১৪ অক্টোবর) সেরদাং ও সেলাঙ্গরে চালানো এক অভিযানে আপ্যায়ন-বিষয়ক কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ২০ থেকে ৪৪ বছর বয়সী ৭৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com