বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি এক রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। তার নাম আলতাফ খান। তিনি ঢাকার রিক্রুটিং এজেন্সি আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী বলে জানা গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আলতাফ খানকে। এরপর আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানউদ্দিন তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুস দিয়ে বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন তিনি।

এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, এমএসিসির গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন ২০০৯ এর ১৬(এ)(বি) ধারায় তদন্ত করা হচ্ছে।

সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মনিরুস সালেহীনসহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানবপাচার আইনে দায়ের করা মামলার বাদী তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com