অসংখ্য দ্বীপের দেশ মালদ্বীপ পৃথিবীর অন্যতম ভ্রমণগন্তব্য। দেশটিতে রয়েছে অনেক দর্শনীয় স্থান। যাঁরা সমুদ্র আর নির্মল প্রকৃতি ভালোবাসেন, তাঁদের কাছে মালদ্বীপ একটি আকর্ষণীয় গন্তব্য।
মালে: ছোট ছোট প্রায় ১ হাজার ২০০ দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। পর্যটকদের বিশেষ আকর্ষণ দেশটির রাজধানী মালে। প্রায় দেড় কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি।
ওয়াটার স্পট: রংবেরঙের ভবন ও পুরোনো আমলের মসজিদ দেখা যায় এখানে। যাঁরা সমুদ্রের সৌন্দর্য নিবিড়ভাবে উপভোগ করতে চান, তাঁদের জন্য মালদ্বীপের ওয়াটার স্পট প্রথম আকর্ষণের জায়গা। এখানে কিছুক্ষণ খেলাধুলা করলে মন দ্রুত ভালো হয়ে যাবে এবং হতাশা ও দুশ্চিন্তা থেকে অনেকটাই দূরে থাকা যাবে।
মাফুশি দ্বীপ: মাফুশি দ্বীপে না গেলে একজন পর্যটকের মালদ্বীপ ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে। ডাইভিং ও স্নোরকেলিংয়ের জন্য আকর্ষণীয় এই দ্বীপ। এখানে ছোট ছোট হাঙর, কচ্ছপ, মন্টা ও ক্রান্তীয় মাছ দেখা যাবে।
বানানা রিফ: ইংরেজিতে বানানা রিফ নামে পরিচিত কলাবর্ম মালদ্বীপের অন্যতম আকর্ষণীয় আরেকটি দ্বীপ। প্রবালের সৃষ্ট এই কলাবর্ম মালদ্বীপের অন্যতম প্রাচীন নিদর্শন।
কৃত্রিম সৈকত: শুধু প্রাকৃতিক নয়, মালদ্বীপে আছে কৃত্রিম সৈকত। পর্যটকেরা মালে গিয়ে প্রাকৃতিক সৈকতের পাশাপাশি দেখতে পাবেন পৃথিবীর একমাত্র মানুষের তৈরি সৈকতটি।