রোজার ঈদের আগে ১২ মে মালদ্বীপে উড়াল দেন অনন্ত-বর্ষা; ওঠেন দেশটির রাজধানী মালের শেরাটন রিসোর্টে।
নীল দিগন্ত ও জলরাশির সঙ্গে বর্ষাকেও ক্যামেরার ফ্রেমে তুলে আনেন অনন্ত জলিল।
ভাসমান রেস্তোরাঁয় নাস্তার ফাঁকে বর্ষা।
দুই ছেলে আরিজ ও আবরারকে নিয়ে রিসোর্টেই ঈদের দিন কাটান অনন্ত-বর্ষা। মঙ্গলবার দেশে ফিরেছেন তারা।
এর আগে ২০১৮ সালেও একবার মালদ্বীপে গিয়েছিলেন অনন্ত-বর্ষা। এটি তাদের দ্বিতীয়বারের মতো মালদ্বীপ ভ্রমণ।
অনন্ত-বর্ষা জুটির চলচ্চিত্র ‘দিন দ্য ডে’ মুক্তি অপেক্ষায় আছে। নির্মাণকাজ চলছে ‘নেত্রী দ্য লিডার’ ছবির।