মালদ্বীপে শ্রমবাজার চালুর পর থেকে প্রতিনিয়ত দেশটিতে যাচ্ছে বাংলাদেশি কর্মী। আর এইসব কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী আগে মালদ্বীপে ছিলেন এবং ভিসা না থাকার কারণে বাংলাদেশে ফিরে গিয়েছে। এখন নতুন করে আবার মালদ্বীপে আসতে চাচ্ছে। তাদেরকে মালদ্বীপে আসার আগে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে।
যদি কোন প্রবাসী কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট হয়েছে। তাহলে সেই প্রবাসীকে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নতুন করে দেশটিতে প্রবেশ বা এন্ট্রি দিবেনা বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রবাসী বাংলাদেশি পাসপোর্টে নিজের নাম, পিতা, মাতার নাম, বয়স সংশোধন করে নতুন পাসপোর্ট নিয়ে মালদ্বীপে যেতে চাচ্ছে। এইসব প্রবাসীদের মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশনে জটিলতার সৃষ্টি হতে পারে বলে জানায় দূতাবাস। তাই ইমিগ্রেশনে জটিলতা এড়াতে মালদ্বীপ থেকে পাসপোর্টের তথ্য সংশোধন ও সে অনুযায়ী ভিসা সংশোধনের পরামর্শ দিয়েছে দূতাবাস।