এদিকে, বিমানের ভেতর ঘটা সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানকর্মীদের সঙ্গে তুমুল তর্ক করছেন ওই নারী যাত্রী। এমনকী তাদের মারতে তেড়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় এক বিমানকর্মী তাকে থানোর চেষ্টা করলে তার ঘাড়ে কামড় বসিয়ে দেন তিনি। এই ঘটনা দেখে শঙ্কিত বিমানের বাকি যাত্রীরা। এরপর ওই নারীকে থামাতে তার হাত বেঁধে দেওয়া হয়। ওই অবস্থাতেই বিমানকর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন নারী। পাশাপাশি ওই ভিডিওতেই দেখা যায় অরল্যান্ডো বিমানবন্দরে জরুরি অবতরণের পর নারীকে তুলে দেওয়া হয় সেখানকার পুলিশের হাতে।
অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, ওই নারীকে আটক করে তার মেডিক্যাল পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন ওই মহিলা এমন আচরণ করছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে গত বুধবার পর্যন্ত ওই নারীকে গ্রেপ্তার করা হয়নি।
অন্যদিকে, এই সমস্যার জন্য অরল্যান্ডো বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছাড়ে বিমানটি।