চরক্তাক্ত পাইলটের মুখ। রক্ত চুইয়ে পড়ছে তার পোশাক বেয়েও। সেই অবস্থাতেই বিমান চালিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে এসেছেন মাটিতে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি পাখি বিমানের উইন্ডশিল্ড ভেদ করে ভেতরে প্রবেশ করতেই এই বিপত্তি। তবে নিরাপদে আছেন পাইলট ও যাত্রীরা। খবর ডেইলি মেইলের।
সম্প্রতি ইকুয়েডরের লস রিওস প্রদেশের ভিন্সেসে ঘটেছে এমন ঘটনা। বলা হচ্ছে, মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ড ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি পাখি। আর সে অবস্থাতেই মাথা ঠান্ডা রেখে বিমান চালিয়ে গেছেন পাইলট এরিয়েল ভ্যালিয়েন্তে।
জানা গেছে, পাখিটি বিমানের সাথে ধাক্কা খাওয়ার পরই মারা গিয়েছিল। তবে এর শরীরের বেশিরভাগ অংশই উইন্ডশিল্ড ভেঙে ভেতরে প্রবেশ করে, কেবল মাথাই বাইরে ছিল। সেই পাখির রক্তই চুইয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছিল পাইলটের মুখ আর শরীর। পরে ওই অবস্থাতে বিমান চালিয়ে নিরাপদে অবতরণ করেন পাইলট।
অবশ্য ওই বিমানটি সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। বিমানটি কত উচ্চতা দিয়ে উড়ছিল বা বিমানে কতজন যাত্রী ছিলেন সে বিষয়েও স্পষ্ট ধারণা মেলেনি।