1. [email protected] : চলো যাই : cholojaai.net
মা-মেয়ে দুজনেই একই ফ্লাইটের পাইলট! ইতিহাসে এমন ঘটনা বিরল
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

মা-মেয়ে দুজনেই একই ফ্লাইটের পাইলট! ইতিহাসে এমন ঘটনা বিরল

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

বিমান শিল্পের এ এক অন্যরকম ইতিহাস। ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭৫৭ ফ্লাইটের পাইলট ছিলেন মা ও মেয়ে। ওয়েন্ডি রেক্সন ছিলেন উড়োজাহাজের ক্যাপ্টেন, তার মেয়ে কেলি রেক্সন ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসে প্রথম একসঙ্গে বাণিজ্যিক বিমান চালানো মা-মেয়ে তারাই।

রেক্সন পরিবারের অনেকে বিমানচালনায় যুক্ত আছে। ওয়েন্ডি রেক্সন ও তার দুই মেয়ে পাইলট। ওয়েন্ডির স্বামী আমেরিকান এয়ারলাইনসের পাইলট হিসেবে কাজ করেন।

নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবার একসঙ্গে একটি উড়োজাহাজ চালিয়েছেন ওয়েন্ডি ও কেলি। সেই যাত্রা ছিল ঘটনাবহুল। কারণ তারা ককপিটে ধোয়ার সম্মুখীন হয়েছিলেন। অপ্রত্যাশিত জটিলতা সত্ত্বেও মা-মেয়ে নিরাপদে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করতে সক্ষম হয়।

সেদিন প্রথমবার পাশ থেকে মেয়েকে জরুরি অবতরণের দায়িত্ব সামলাতে দেখেছেন ওয়েন্ডি। পুরনো স্মৃতি মনে করে তিনি বলেন, সে চমৎকারভাবে সব সামলেছে। এটি একটি কঠিন পরিস্থিতি ছিল। প্রশিক্ষিত হওয়ার সুবাদে এবং যোগ্যতা থাকায় কাজটা তার জন্য সহজ হয়েছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com