শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

মরিশাস ভ্রমণে বাংলাদেশীদের জন্য এমিরেটস হলিডেজ’র বিশেষ অফার ঘোষণা

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসে ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে এমিরেটস হলিডেজ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

এমিরেটস হলিডেজের বাংলাদেশে একমাত্র অনুমোদিত এজেন্ট সায়মন হলিডেজ জানায়, বাংলাদেশিরা মরিশাসে ১৭৯৮ ডলারে ৪ রাত ৫ দিনের ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে থাকছে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা- মরিশাস- ঢাকা রিটার্ন টিকিট, ৪ রাত মরিশাসের ৩ তারকা মনীষা ও সমমানের হোটেলে রাত্রিযাপন, ভিসা সহযোগিতা ও এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ।

মরিশাস ভ্রমণ প্যাকেজ প্রসঙ্গে এমিরেটস হলিডেজের ম‍্যানেজার স্বর্ণা দাশ জানান, প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নজির রয়েছে পূর্ব আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রটিতে। বাংলাদেশীরা যাতে খুব সহজে মরিশাস ভ্রমণের সুযোগ পায়, সে লক্ষ্যে এমিরেটস হলিডেজ বাংলাদেশে এ অফার নিয়ে এসেছে। ইতোমধ্যে ভালো সাড়াও পেয়েছি আমরা।

এই গন্তব্যটি বাংলাদেশী ভ্রমণ পিয়াসীদের জন্য জনপ্রিয় হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com