গণমাধ্যমটি জানিয়েছে, এসডিএফ প্রদানকারী সব পর্যটকরা তখনই শুল্কমুক্ত সোনা কেনার যোগ্য হবেন যখন তারা পর্যটন বিভাগ প্রত্যয়িত হোটেলে কমপক্ষে এক রাত কাটাবেন। ভুটানের ফুয়েনশোলিং এবং থিম্পু শহরে ১ মার্চ থেকে শুল্কমুক্ত সোনা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, এসডিএফ প্রদানকারী সব পর্যটকরা তখনই শুল্কমুক্ত সোনা কেনার যোগ্য হবেন যখন তারা পর্যটন বিভাগ প্রত্যয়িত হোটেলে কমপক্ষে এক রাত কাটাবেন। ভুটানের ফুয়েনশোলিং এবং থিম্পু শহরে ১ মার্চ থেকে শুল্কমুক্ত সোনা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, শুল্কমুক্ত পণ্যের দোকানগুলোতেই সোনাগুলো বিক্রি করা হবে, যা সাধারণত বিলাসবহুল পণ্য বিক্রি করে এবং ভুটানের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। এই দোকানগুলো পর্যটন প্রচারের জন্য সোনা বিক্রি করে কোনো লাভ করবে না বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ভুটানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার বর্তমান দাম ৪০ হাজার ২৮৬ ভুটানি এনগুলট্রাম (বিটিএন)।