নতুন নিয়মের প্রভাব সবচেয়ে বেশি পড়তে যাচ্ছে শিক্ষার্থীদের ওপর। ভিসা নিয়ম নিয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ১৮ সেপ্টেম্বর একটি নতুন আপডেট প্রকাশ করেছে। নতুন এই আপডেটের ফলে অ্যামেরিকান ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সময়সাপেক্ষ হয়ে গেছে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, নতুন নিয়ম অনুযায়ী ভিসার ইন্টারভিউ ছাড় (ইন্টারভিউ ওয়েভার) পেতে চাইলে আবেদনকারীকে অবশ্যই তার নিজ দেশের ভেতরে—অর্থাৎ নাগরিকত্বের দেশ বা যেখানে তিনি সাধারণভাবে বসবাস করেন সেই দেশেই আবেদন করতে হবে।
এর ফলে এখন ভিসা প্রক্রিয়ায় সময় যেমন বাড়ছে, তেমনি আবেদনকারীদের জন্য ঝামেলাও বাড়ছে।
নতুন আপডেট অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে অ্যামেরিকার ভিসার ইন্টারভিউ ছাড় বা ড্রপবক্স সুবিধা প্রায় সকল ভ্রমণকারীর জন্য বাতিল করা হয়েছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী, কেবলমাত্র খুবই সীমিত সংখ্যক ভ্রমণকারী ইন্টারভিউ ছাড়ের সুবিধা পাবে।
এর আগে গত ২৫ জুলাই প্রকাশিত এক এক আপডেটে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ইন্টারভিউ ছাড়ের সুবিধা বাতিল করা হয়।
এতে বলা হয়েছে, অধিকাংশ ভিসা আবেদনকারীকে এখন সরাসরি ইন্টারভিউতে অংশ নিতে হবে।
যারা অ্যামেরিকায় এফ-১ ভিসায় পড়াশোনা করছেন অথবা যারা এইচ-১বি (বিশেষজ্ঞ পেশার ভিসা) বা এল-১ (ইন্ট্রাকোম্পানি ট্রান্সফার ভিসা) এ যুক্ত আছেন, তাদেরকেও অ্যামেরিকার কনস্যুলেটে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে।
ফলে, ১ অক্টোবর ২০২৫ থেকে, সব ধরনের নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারী, এমনকি ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী প্রবীণরাও সাধারণত কনস্যুলার অফিসারের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে বাধ্য হবেন।
২০২৫ সালের ১ অক্টোবর থেকে অ্যামেরিকার ভিসার ইন্টারভিউ ছাড় নীতি বেশ সীমিত হয়ে যাবে। কেবলমাত্র স্বীকৃত কর্মকর্তা ও কূটনীতিকদের পাশাপাশি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কেবল সুবিধা পাওয়া যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, বি১/বি২ পর্যটক এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে নবায়ন করতে হবে। এক্ষেত্রে যদি তার আগের ভিসা পুরো মেয়াদে বৈধ থাকে এবং আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হয় তবে কেবল তারা ইন্টারভিউ ছাড় পাবেন।
একইভাবে, যারা অস্থায়ী কৃষিকাজের জন্য এইচ-২এ ভিসা নবায়ন করছেন, তারা একই শর্ত পূরণ করলে ইন্টারভিউ ছাড়ের সুবিধা পাবেন।
নতুন নিয়মের ফলে অ্যামেরিকার কনস্যুলেটগুলোয় অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা মঞ্জুরিতে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে যাচ্ছে শিক্ষার্থীদের ওপর। ইন্টারভিউ ছাড় বাতিলের কারণে ভিসা প্রক্রিয়ার ধীরগতি আরও বাড়বে, যা বিশেষ করে শিক্ষার্থীদের অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে।
ফলে আসন্ন সেশনে শিক্ষার্থীদের ইউএসের কলেজগুলোতে ভর্তি বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।