শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

ভিয়েতনামের সাতকাহন

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
পকেটে টান পড়বে না, অথচ একটা অসাধারণ সুন্দর দেশ, যা আমাদের কাছে সেইভাবে বহুল প্রচলিত নয়… কিন্তু সেই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, নিজস্ব রীতিনীতি, ইতিহাস, লোকজন , খাওয়া দাওয়া এককথায় অনবদ্য , এরকম একটা বিদেশ খুঁজছেন? তাহলে ভিয়েতনাম হতেই পারে আপনার পরবর্তী গন্তব্য!
ছোটবেলা থেকেই আমার কাছে ভিয়েতনাম মানে আমেরিকা – ভিয়েতনাম এর যুদ্ধের সিনেমা, Hollywood এর সৌজন্যে। এছাড়া ইঞ্জিনিয়ারিং এ ঢুকে tower of Hanoi এর সেই খটোমটো algorithm! সেইভাবে দেশ টা ঘোরা নিয়ে কৌতুহল তখনও জাগেনি। তারপর social media র দৌলতে আস্তে আস্তে দেশটার প্রাকৃতিক সৌন্দর্যের দিক গুলো আমার কাছে উন্মুক্ত হলো। এবং গত ফেব্রুয়ারি মাসে ঠিক করলাম এপ্রিল এ ভিয়েতনাম ই হবে আমাদের গন্তব্য স্থল। বাড়িতে যখন কথাটা তুললাম , দেখলাম দুই বাবা মা এখনও সেই পুরোনো যুদ্ধবিধ্বস্থ ভিয়েতনাম এই আটকে আছে!
– ‘কমিউনিস্ট দেশ, যাওয়া টা কি safe হবে?’
– ‘অনেক যুদ্ধ হয়েছে তো, এখন কি সেই অবস্থায় আছে ঘোরার মত?’
– ‘মানে, মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো গেলে হতো না?’
না, হতো না! তাদের ভুল ধারণা ভাঙ্গানোর ও দরকার ছিল। তো ৬ জন মিলে তল্পিতল্পা নিয়ে চললাম ভিয়েতনাম! ভাগ্যিস গেলাম। এবং আমাদের প্রত্যেকে একটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা নিয়ে ফিরলাম ১০ দিন ভিয়েতনাম এ কাটিয়ে।
আমাদের ভিয়েতনাম এর itinerary ছিল এরকম:
৬ এপ্রিল: কলকাতা থেকে Ho Chi Minh City । indigo এর direct flight ।
৭ এপ্রিল: Hochiminh city এর sightseeing।
৮ এপ্রিল: Hochiminh city থেকে mekong Delta ঘুরে আবার সেই শহরেই ফেরা।
৯ এপ্রিল: hochiminh city থেকে Danang এর ফ্লাইট। Vietnam airlines এর Direct flight।
Danang airport থেকে সোজা Hoi An।
১০ এপ্রিল: Danang এ ফেরা এবং থাকা।
১১ এপ্রিল: Danang এ থাকা এবং bana hills jawa।
১২ এপ্রিল: Danang থেকে Hanoi এর ফ্লাইট। Viernam Airlines এর। Hanoi পৌঁছে সোজা Ninh Binh এর হোটেল এ ওঠা।
১৩ এপ্রিল: Ninh Binh এ ঘোরা ও থাকা।
১৪ এপ্রিল: Ninh Binh থেকে Halong bay তে cruise এ যাওয়া এবং এক রাত cruise এই থাকা।
১৫ এপ্রিল: halong bay এর cruise থেকে Hanoi ফেরা।
১৬ এপ্রিল: Hanoi ঘোরা ও থাকা।
১৭ এপ্রিল: ভোর এর ফ্লাইট এ কলকাতা ফেরা।
Indigo এর direct flight এ।
এই টুর এর সমস্ত বুকিং , ভিসা, এক্টিভিটিস এবং যাবতীয় রিসার্চ সব নিজেই করেছিলাম। তাই ভিয়েতনাম ব্যাপার টা আমার আছে এখন অনেকটাই সহজ। সত্যি কথা বলতে কি, যেহেতু ভিয়েতনাম দেশ টা গন্তব্য হিসেবে ভারতীয় দের কাছে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, এবং ভাষা র একটা বড় সমস্যার জন্যে এখনও ৯০ শতাংশ লোকজন ট্রাভেল এজেন্সি দিয়ে বুকিং করছেন, তাই তথ্য সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছিল। মানে স্বল্প খরচে, সব রকম সুযোগ সুবিধে করে নিজেদের মত প্ল্যান এবং বুক করা টা। কিন্তু একবার প্যাঁচ কাটিয়ে ওঠার পরে ব্যাপার টা জলের মত সহজ হয়ে গেছিল!
তাই, এই পুজোতে ভারতের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় জায়গা গুলোর অত্যধিক মানুষের চাপ এড়িয়ে যদি প্রায় এক ই budget এ বিদেশ ঘুরতে চান, তাহলে নিজেদের মত করে ভিয়েতনাম ঘুরতে পারলে এর থেকে ভালো গন্তব্যস্থল হতেই পারে না! ( মানে হতেই পারে, কিন্তু এটাও তার মধ্যে অন্যতম আরকি!)
পরবর্তী পর্ব গুলো তে খরচ, এক্টিভিটিস, বুকিং , ভিসা ,জরুরি খুঁটিনাটি গুলো সম্পর্কে পুঙ্খানুপু্খভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। আমার আগের থাইল্যান্ড বা হিমাচল সংক্রান্ত লেখাগুলো যদি কারোর ভালো লেগে থাকে বা সেগুলো থেকে একটু হলেও উপকার পেয়ে থাকেন , তাহলে ভিয়েতনাম এর এই লেখা থেকে ও আপনি অবশ্যই উপকৃত হবেন আশা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com