শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ভারতীয় প্রতিষ্ঠানকে দিয়ে বই ছাপানো প্রসঙ্গে যা বললেন এনসিটিবি চেয়ারম্যান

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নতুন বছরের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানোর উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই বইগুলোর মধ্যে প্রায় এক কোটি বই ভারতীয় দুই প্রতিষ্ঠনকে ছাপানোর কাজ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান  অধ্যাপক রিয়াজুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভারতীয় দুই প্রতিষ্ঠান অনেক আগে থেকেই বই ছাপানোর কাজ করছে। খুব সম্ভবত ২০০৯ সাল থেকে। সেই ধারাবাহিকতায় এবারও তারা কাজ পেয়েছেন। আমি এনসিটিবির চেয়ারম্যান হওয়ার আগেই তাদের কাজ দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিকের প্রায় এক কোটি পাঠ্যবই ছাপবে প্রিতম্বর বুকস প্রাইভেট লিমিটেড ও পাইওনিয়ার প্রিন্টার্স নামে ভারতীয় দুটি প্রকাশনী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক টেন্ডার আহ্বান ও মূল্যায়ন শেষ করে ১৭টি লটে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বই ছাপার কাজ পেয়েছে তারা। এনসিটিবির কর্মকর্তাদের যোগসাজসে তারা কাজ পেয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com