1. [email protected] : চলো যাই : cholojaai.net
ভাগ্য বদলাতে গ্রিসে নিয়মিত হতে চান আহমেদ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর দিচ্ছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য

ভাগ্য বদলাতে গ্রিসে নিয়মিত হতে চান আহমেদ

  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

২০২৩ সালের জুনে ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বেঁচে ফিরেছিলেন মিশরের নাগরিক আহমেদ আলকরাব৷ শত শত মানুষের মৃত্যুর মধ্যে যে ১০৪ জন বেঁচে ছিলেন, তাদের একজন তিনি৷ ভয়াল দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে যখন ইউরোপের মাটিতে পা রেখেছিলেন, আহমেদ ভেবেছিলেন তার জীবনের অগ্নিপরীক্ষা বুঝি শেষ হয়েছে৷

কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন৷ পেশায় রঙমিস্ত্রী আহমেদের দুর্ভোগ তখনও শেষ হয়নি৷ তিনি আবিষ্কার করলেন আরো আট জনের সঙ্গে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গ্রিক পুলিশ৷ তাদের সবাই মিশরীয়৷ সবাইকে মানবপাচারকারী হিসাবে সন্দেহ করছিল পুলিশ৷ বলা হচ্ছিল, তাদের কারণেই হয়েছে ইতিহাসের এই ভয়াবহ অভিবাসী দুর্ঘটনা৷

সেই অভিযোগে দোষী সাব্যস্ত হলে আজীবন কারাগারেই থাকতে হতো আহমেদ ও আরো আট মিশরীয় নাগরিককে৷

রয়টার্সকে তিনি বলেন, ‘‘যখন ওরা আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিল, তখনই আমার মনের মধ্যে ভয় ধরে যায়৷ আমি শুধু ভাবছিলাম কী ব্যাপার? কী হয়েছে? আমি কি কিছু করেছি?’’

তিনি আরো বলেন, ‘‘তারা আমাদের বলছে যে আমরা চোরাচালানকারী৷ পাচারকারী? না, না, না, না – ব্যাপারটা এমন নয়৷’’

তাদের গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ জানিয়েছিল আন্তর্জাতিক অধিকার সংস্থাগুলো৷ মানবাধিকার সংস্থাগুলো বলেছিল, গ্রিক উপকূলরক্ষীরা নিজেদের দায় এড়াতে অভিবাসীদের বলির পাঁঠা বানাচ্ছেন৷ তাদের বিরুদ্ধে মামলার কোনো যুক্তি নেই৷

নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগের অপেক্ষায় ১১ মাস বিচারপূর্ব কারাগারে কাটাতে হয়েছে আহমেদ ও আরো আট অভিযুক্তকে৷ গত মাসে তাদের আদালতে আনা হলে আদালত তাদের সবাইকে মামলা থেকে অব্যাহতি দেয়৷ এমনকি তাদের মুক্তভাবে চলাফেরার অনুমতি দিয়েছে আদালত৷

রয়টার্সের সঙ্গে আলাপকালে খুবই আবেগাক্রান্ত হয়ে পড়েন আহমেদ৷ তার অগ্নিপরীক্ষা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলছিলেন তিনি৷

এই নয় জনের বিরুদ্ধে অভিবাসীবাহী নৌকাটি চালানো ও পরিচালনার অভিযোগও আনা হয়েছিল৷ তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন তারা৷

তিনি বলেন, ‘‘আমি এসব করিনি৷ আমি কাউকে একফোঁটা পানিও দিইনি, আমি নৌকা মেরামতও করিনি বা ইঞ্জিনঘরেও নামিনি৷’’

২০২৩ সালের জুনে গ্রিসের পাইলোস উপকূলে ভূমধ্যসাগরের সবচেয়ে গভীরতম অঞ্চলে সাত শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে ডুবে যায় আদ্রিয়ানা নামের মাছ ধরার একটি ট্রলার৷

গোটা বিশ্বকে নাড়া দেয়া ওই দুর্ঘটনায় মাত্র ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল৷ আর মরদেহ উদ্ধার করা হয়েছিল ৮২ জনের৷ ট্রলারে থাকা আর কারো খোঁজ পাওয়া যায়নি৷ উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্য থেকে নয়জন মিশরীয় নাগরিককে মানবপাচার ও অবেহলাজনিত মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার করে গ্রিক পুলিশ৷

লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা আদ্রিয়ানা নামের ওই ট্রলারে থাকা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই ছিলেন পাকিস্তান, সিরিয়া ও মিশরের নাগরিক৷

দারিদ্র্যের কারণে মিশরের সাদাত শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন আহমেদ৷ তিন সন্তানের বাবা তিনি৷ ফুসফুসে জটিলতা নিয়েই জন্মেছেন তার ছোটো সন্তান৷ তবে রোগটি সারিয়ে তোলা সম্ভব৷ কিন্তু চিকিৎসার খরচ যোগানোর সামর্থ্য তার ছিল না৷ মিশরে চাকরি করেও কোনো কিনারা করতে পারছিলেন না৷ তাই ইটালিতে থাকা ভাইয়ের কাছে যেতে পারলে একটা গতি হবে মনে করেছিলেন আহমেদ৷ সেজন্য বন্ধুর কাছ থেকে এক লাখ ৪০ হাজার মিশরীয় পাউন্ড ধার করে আদ্রিয়ানা ট্রলারে উঠেছিলেন৷

কিন্তু কারাবন্দি জীবন তাকে আশাহত করে তুলেছে৷ সন্তানের বেড়ে উঠা দেখতে পারেননি বলে খুব আক্ষেপ করেন৷

তিনি বলেন, ‘‘যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তা হলো, আমি যখন কারাগারে ছিলাম তখন ওমর (ছোটো সন্তান) আমাকে ‘বাবা’ বলে ডেকেছে৷’’

আহমেদ আরো বলেন, ‘‘১১ মাসের মধ্যে সবচেয়ে আনন্দের দিন ছিল, যখন আমি নির্দোষ প্রমাণিত হয়েছিলাম সেইদিনটি৷’’

আহমেদ এখন গ্রিসের রাজধানী এথেন্সে আছেন৷ তার আশ্রয় আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে৷ কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়েও নিজেকে পুরোপুরি মুক্ত মনে করেন না তিনি৷

আহমেদ বলেন, ‘‘আমি সত্যিই এই দেশে নিয়মিত হতে চাই৷’’ এবং ‘‘সবার কাছে প্রমাণ করতে চাই, আমরা উরোপে আমাদের ভাগ্যবদলাতে এসেছি৷’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com