অফিসে কাজের অতিরিক্ত প্রেসার এবং বসের নানাবিধ প্রত্যাশা অনেকের কাছে অপছন্দের। তাই স্বাধীন পেশা খুঁজে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা। তাদেরই একজন হলেন নিশা শাহ। লন্ডনে একটি ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করতেন এই তরুণী। কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে বছর খানেক আগে ঝুঁকিপূর্ণ একটি ক্যারিয়ার বেছে নিয়েছেন এই তরুণী।
এনডিটিভির খবরে বলা হয়, ২০২২ সালে নিশা শাহ লন্ডনে ক্রেডিট এগ্রিকোলে সহকারী পরিচালক হিসেবে বিনিয়োগ ব্যাংকার হিসেবে যোগদান করেন। বছরে তার বেতন ছিল প্রায় ২ কোটি রুপি। কিন্তু এতেও তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি এর থেকেও আরও ভালো ক্যারিয়ারের খোঁজ করতে থাকেন।
তাই ব্যাংকের চাকরি ছেড়ে বছর খানেক আগে ঝুঁকিপূর্ণ একটি ক্যারিয়ার বেছে নিয়েছেন তিনি। বর্তমানে নিশা শাহ পুরোদস্তুর ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। গত এক বছরে তিনি ইউটিউব থেকে ৮ কোটি রুপি আয় করেছেন যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকা।
সিএনবিসিকে তিনি বলেন, নয় বছরের ব্যাংকিং ক্যারিয়ারে সত্যিকার অর্থে আমি মেধা প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছিলাম না। কারণ কাজটি ছিল সম্পূর্ণরূপে করপোরেট। তাই এ থেকে বের হওয়ার চেষ্টা করেছি।
পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবে কনটেন্ট তৈরি করতে থাকেন। ব্যাপক মনোযোগ নিয়ে কাজ করার ফলে মাত্র এক বছরে ২০২৩ সালের মে থেকে ২০২৪ মে মাস পর্যন্ত এই তরুণী ৮ কোটি রুপি আয় করেন। মূলত তিনি তার ব্যাংকের জ্ঞানকেই মানুষের মাঝে তুলে ধরেন। তিনি মানুষকে বিভিন্ন আর্থিক বিষয়ে সচেতন করেন তুলেন।