ভারতের বিভিন্ন বিমান সংস্থা একের পর এক বোমা হামলার হুমকি পাচ্ছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ১১টি বিমান বোমার হুমকি পেয়েছে।
এনডিটিভি জানায়, গত সোমবার থেকে অন্তত ৫০টি ফ্লাইট বোমার হুমকি পেয়েছে। ফলে ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয় কঠোর নীতিমালা গ্রহণ করেছে। দিল্লি থেকে লন্ডনগামী ভিস্তারা ফ্লাইটে বোমা হুমকির কারণে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণ করা হয়। এ ছাড়া এয়ার ইন্ডিয়ার একটি, আকাশ এয়ারের পাঁচটি এবং ইন্ডিগোর পাঁচটি ফ্লাইটও একই ধরনের হুমকি পেয়েছে।
একজন মুখপাত্র জানান, ভিস্তারা ফ্লাইটটি ১৮ অক্টোবর দিল্লি থেকে লন্ডন যাওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি পেয়েছে। প্রথমে নিরাপত্তার জন্য সেটা ফ্রাঙ্কফুর্টে নেওয়া হলেও পরে সেখান থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেয়।
ভারতের বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, প্রাথমিক তদন্তে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি এবং বেশির ভাগ কল কিশোররা করেছে। ১৭ বছরের এক যুবককে পুলিশ আটক করেছে, যিনি কয়েকটি ফ্লাইটে হুমকি দেওয়ার জন্য দায়ী। মন্ত্রী জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে নিয়ম ও আইন পরিবর্তনের প্রক্রিয়া চলছে।
এ পরিস্থিতিতে বিমান সংস্থাগুলোকে সুরক্ষা ব্যবস্থা কঠোর করার পাশাপাশি ভুয়া ফোনকল করা ব্যক্তিদের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।