1. [email protected] : চলো যাই : cholojaai.net
বেড়িয়ে আসুন পরিবার বন্ধু বান্ধব অথবা একান্ত প্রিয়জন’কে নিয়ে কক্সবাজার থেকে
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বেড়িয়ে আসুন পরিবার বন্ধু বান্ধব অথবা একান্ত প্রিয়জন’কে নিয়ে কক্সবাজার থেকে

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

প্রতি বছর শীত এলেই ভ্রমণপ্রিয় মানুষ ছুটি আর সুযোগ পেলেই বেড়িয়ে পরেন দেশ বিদেশের নানান গন্তব্যে। আরতরে যে পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা যুগ যুগ ধরে সর্বাগ্রে রয়েছে তা হল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এর লীলাভূমি কক্সবাজার। আর তাইতো কক্সবাজার ভ্রমণের জন্য প্রায় সময়ই বাসের টিকেট পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। যাদের বাজট কিছুটা বেশী আর পরিবার নিয়ে ভ্রমণটা আরেকটু স্বাচ্ছন্দে করতে চান, তাদের জন্য সুখবর এই যে, দেশীয় এয়ারলাইন্স সংস্থা “নভোএয়ার” এবং “ইউএসবাংলা এয়ারলাইন্স” এখন থেকে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা টু কক্সবাজার রুটের আপ আন্ড ডাউন উভয় দিকেই। নভোএয়ার এবং ইউএসবাংলা এয়ারলাইন্স এর ফ্লাইট শিডিউল নিম্নরূপঃ

এছাড়াও বাংলাদেশ বিমান এবং রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন একটি করে ফ্লাইট অপারেট করেছে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে। সবগুলো এয়ারলাইন্সের বিমান ভাড়া নিম্নরুপঃ

Airline’s NameMinimum Starting Price (One Way)
Novo AirBDT. 3,900
US Bangla AirlinesBDT. 3,500
Regent AirwaysBDT. 4,050
Bangladesh BimanBDT. 4,000

বর্তমানে প্রায় প্রতিটি এয়ারলাইন্স কোম্পানী কক্সবাজার রুটে বিমান টিকেটের সাথে হোটেল আবাসন, পিক এন্ড ড্রপ এর সাথে সকালের নাস্তা সংযুক্ত করে প্যাকেজ অফার করছে। উল্লেখযোগ্য প্যাকেজগুলোর মধ্যে রয়েছেঃ

Airline’s NamePackagePrice/Person
Novo Air3 Days/2 Nights PackageStarts from Tk 1,899 (EMI/6M).
US Bangla AirlinesStarts from Tk 1,882 (EMI/6M).
Regent Airways3 Days/2 Nights PackageBDT. 10,300

তবে আর কি? বেড়িয়ে আসুন পরিবার বন্ধু বান্ধব অথবা একান্ত প্রিয়জন’কে নিয়ে কক্সবাজার থেকে। হ্যাপী ট্রাভেলিং।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com