শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বেলুন বিক্রেতা থেকে MRF-এর মালিক! কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন মাপিল্লাই

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

শেয়ার মার্কেটের বাজারে ফের মঙ্গলবার শিরোনামে আসলো এমআরএফ (MRF) কোম্পানির নাম। ভারতীয় হিসাবে সত্যি খুশির খবর এটি। এমআরএফ প্রথম ভারতীয় কোম্পানি যার শেয়ার ১ লাখ টাকার মাত্রা ছুঁয়েছে। ছোটবেলায় সবার এটাই ধারণা ছিল যে, এমআরএফ (ভারতের এক নম্বর টায়ার কোম্পানি) আসলে একটি ব্যাট তৈরি করার কোম্পানি। অবশ্য তার প্রধান কারণ ছিল সেই সময় শচীন তেন্ডুলকর থেকে শুরু করে ব্রায়ান লারার মত প্রথম সারির ক্রিকেটাররা এমআরএফ -এর লোগো লাগানো ব্যাট নিয়েই খেলতে নামতেন। সম্প্রতি বিরাট কোহলি, শিখর ধাওয়ান, এবি ডি ভিলিয়ার্স এবং সঞ্জু স্যামসনের হাতেও এমআরএফ ব্যাট দেখা গিয়ে থাকে। কিন্তু কে এই টায়ার কোম্পানির প্রতিষ্ঠাতা? এমআরএফ -এর প্রতিষ্ঠাতা হলেন এম মাম্মেন ম্যাপিল্লাই। জানলে অবাক হবেন তিনি আগে ছিলেন একজন বেলুন বিক্রেতা।

তার সাফল্যের কাহিনী একটু অন্যরকম। বেলুন বিক্রি করার মধ্য দিয়েই তিনি এমআরএফ (MRF) প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে শুরু করেছিলেন রাবার প্লাই তৈরি করা এবং আরও পরে শুরু করেন টায়ার তৈরি করা। ম্যাপিল্লাই ১৯৪৬ সালে শুরু করেছিলেন বেলুন বিক্রি করা। সেই বেলুন বিক্রি থেকে এর সূচনা। তবে আজ MRF দাপটের সাথে টায়ার, থ্রেড, টিউব, কনভেয়র বেল্ট, রঙ এবং খেলনা সহ আরও অনেক রাবার জাতীয় পণ্য তৈরি করছে।

ভারতীয় মার্কেটে MRF হলো বৃহত্তম টায়ার তৈরির কোম্পানি। সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো গোটা বিশ্বে বড় টায়ার তৈরির কোম্পানির তালিকায় এই কোম্পানী (MRF) 14 নম্বর স্থান দখল করেছে। এই সংস্থার আর্থিক ভ্যালু অবাক করবে আপনাকে। সেটি হলো প্রায় ২৩,০০০ কোটি টাকা। কোম্পানীকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য কোম্পানির প্রতিষ্ঠাতা ম্যাপিল্লাইয়ের পরিশ্রম ও দূরদর্শিতার অবদান অনস্বীকার্য। তার সাথে ক্রিকেটে ব্যাট তৈরি এমআরএফকে আলাদা ইমেজ তৈরি করতে সাহায্য করেছিল। ম্যাপিল্লাই শিল্পের জন্য ১৯৯২ সালে তার অবদানের কারণে লাভ করেছিলেন পদ্মশ্রী পুরস্কার। এই ব্যক্তির মৃত্যু হয়েছিল ২০০৩ সালে।

জেনে নেব কেমন ছিল তার জীবন। ম্যাপিল্লাই এর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তাঁরা ছিলেন ৪ ভাই বোন। বেলুন বিক্রিতে নেমে ম্যাপিল্লাই রাবারের ব্যবসা সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করেন। তিনি এই ব্যবসা ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত করেছিলেন। এরপর বানাতে শুরু করেন বিশেষ রাবার প্লাই (ট্রেড রাবার)। যার ফলে টায়ারের আয়ু আরো বেড়ে যায়। নতুন ধরনের এই ট্রেড রাবার বাজারে সাড়া ফেলে দিয়েছিল এবং এই ব্যবসা বাজারের অধিকাংশ দখল করে নিয়েছিল ম্যাপিল্লাই।

ম্যাপিল্লাই প্রথম ১৯৬০ সালে রাবার ও টায়ার তৈরির জন্য তৈরি করেছিলেন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৬১ সালে মাপিল্লাইয়ের টায়ার কারখানা উদ্বোধন করেছিলেন। ব্যবসাকে আরো সমৃদ্ধশালী করার জন্য আমেরিকার ম্যানসফিল্ড টায়ার অ্যান্ড রাবার কোম্পানির সঙ্গে তিনি প্রথম গাঁটছড়া বাঁধেন এবং ২০ বছর বাদে ম্যানসফিল্ড এমআরএফ (MRF) এ তাদের যে অংশীদারিত্ব ছিল তা বিক্রি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com