শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

বেতনে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন শেন ওয়াটসন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বেতনে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন শেন ওয়াটসন। প্রধান কোচ ছাড়াই চলছে পাকিস্তান ক্রিকেট দল। নতুন প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনকে চাচ্ছে পিসিবি। এরইমধ্যে দেশটির ইতিহাসে সর্বোচ্চ বেতনে অসি অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত রয়েছে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ডে (পিসিবি) মহসিন নাকভি নতুন চেয়ারম্যান হয়ে আসার পর পদ হারিয়েছেন অন্তবর্তীকালিন হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজ। এরপর নতুন কোচের খোঁজে নেমেছে পিসিবি।

ওয়াটসনকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য বাৎসরিক ২ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করেছে পিসিবি। সে হিসেবে বাংলাদেশি মুদ্রায় মাসিক প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা করে পাবেন ওয়াটসন। চুক্তিবদ্ধ হলে পিসিবির ইতিহাসে কোনো বিদেশি কোচ দেওয়া সর্বোচ্চ বেতন হবে এটিই। তবে বিশাল অংকের অর্থ প্রস্তাব করেও ওয়াটসনকে পাওয়ার বিষয়ে নিশ্চিত নয় পিসিবি। পাকিস্তানি বোর্ডের এই প্রস্তাব নাকচও করে দিতে পারেন ওয়াটসন, বোর্ডের একান্তে সূত্রে এমনটিই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, ওয়াটসনকে যেকোনো মূল্যে কোচ হিসেবে নিয়োগ করতে কাজ চালিয়ে যাচ্ছে পিসিবি। তবে অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের কোচ হবেন কিনা, সেটি কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত কোনো দেশের জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই ওয়াটসনের। তবে বর্তমানে চলমান পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সুপার লিগে (পিএসএল) কুয়েটা গ্লাডিয়েটরসের কোচ হিসেবে কাজ করছেন সাবেক অসি অলরাউন্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com