সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

বৃষ্টির পানিতে ডুবলো কলকাতা বিমানবন্দর

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় পানি জমেছে। রেহাই পায়নি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরও। তবে পানিতে তলিয়ে গেলেও সেখানে ফ্লাইট চলাচল সচল রয়েছে।

এনডিটিভির খবর অনুযায়ী, ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের রাজধানী এবং এর আশপাশের জেলা প্লাবিত হয়েছে। পানি উঠেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে উভয় তলিয়ে গেছে। তারপরও এই বিমানবন্দরে ফ্লাইট চলাচল সচল রয়েছে।

দিন দুয়েক ধরে কলকাতা ছাড়াও হাওড়া, সল্টলেক, ব্যারাকপুর ও এর আশপাশের অঞ্চলে অবিরাম বৃষ্টি ঝরছে। সাগরের সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় এত বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, এই নিম্নচাপটি বর্তমানে বিহার ও উত্তর প্রদেশের দিকে সরে যাচ্ছে। এর কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর ওপর দিয়ে সক্রিয় মৌসুমী বায়ু বয়ে যাচ্ছে। এর ফলে অবিরাম বৃষ্টি হচ্ছে।

কলকাতার বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি সারা দিন ধরে চলতে পারে। এ ছাড়া হাওড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাসহ দক্ষিণের জেলাগুলোয় আগামী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com