শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

বৃত্তি দিচ্ছে আরব আমিরাত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। খলিফা বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

খলিফা বিশ্ববিদ্যালয় ১৯৮৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি আবুধাবিতে অবস্থিত একটি বিজ্ঞানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ২৮তম স্থানে রয়েছে। কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুসারে, বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ৪০১তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।

সুযোগ-সুবিধা

খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া থাকছে উপবৃত্তির সুবিধা। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে থাকছে ৮ হাজার দিরহাম। আর পিএইচডির জন্য থাকছে ১০ হাজার দিরহাম। স্বাস্থ্যবিমার সুযোগও থাকছে। শিক্ষার্থীরা চাইলে যেকোনো আন্তর্জাতিক গবেষণা সম্মেলনেও অংশগ্রহণ করতে পারবেন।

বৃত্তির সময়কাল

বিশ্ববিদ্যালয়টিতে পূর্ণকালীন ও খণ্ডকালীন দুই ধরনের কোর্স চালু রয়েছে। দুই ধরনের কোর্সের সময়কাল ভিন্ন। স্নাতকোত্তরে পূর্ণকালীন কোর্সে বৃত্তির মেয়াদ থাকবে ২ বছর। খণ্ডকালীন স্নাতকোত্তর শেষ করা যাবে ৩ বছরের মধ্যে। আর পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তির মেয়াদ থাকবে ৩-৪ বছর।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

খলিফা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, কলায় ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এসব ডিগ্রির আওতায় রয়েছে: রাসায়নিক প্রকৌশল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আন্তর্জাতিক ও নাগরিক নিরাপত্তা অধ্যয়ন, মহাকাশ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, রোবোটিকস।

প্রয়োজনীয় কাগজপত্র

একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আপডেটেড সিভি। পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)। বৈধ পাসপোর্ট। ব্যক্তিগত বিবৃতি, স্টেটমেন্ট অব পারপাস, দুটি রিকমেন্ডেশন লেটার।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর ডিগ্রির আবেদনের জন্য স্নাতক ডিগ্রির সার্টিফিকেট ও পিএইচডি ডিগ্রি প্রোগ্রামের স্নাতকোত্তর ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজি দক্ষতার সনদপত্র। এ

ছাড়া পিএইচডির ডিগ্রির জন্য গবেষণাকর্ম থাকতে হবে।

আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এ https://www.ku.ac.ae/postgraduate-admissions এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল ২০২৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com