বিশ্বে ব্যয়বহুল দেশের তালিকায় এবছর যৌথ ভাবে স্থান দখল করে নিয়েছে, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ডের জুরিখ শহর। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, যুক্তরাজ্যের ইকোনোমিস্ট গ্রুপের প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত এক জরিপের ফলে এই তথ্য জানানো হয়েছে।
তালিকার পরবর্তী ব্যয়বহুল শহরের তালিকায় নির্বাচিত হয়েছে যথাক্রমে জেনেভা, নিউইয়র্ক এবং হংকং।
প্রতিবেদন বলা হয় সিঙ্গাপুরে গড়ে ২০০ টিরও বেশি সাধারণ ব্যবহৃত পণ্য এবং পরিষেবার দাম স্থানীয় মুদ্রার মূল্যে এ বছর ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিঙ্গাপুর বিগত এগারো বছরে বিভিন্ন পণ্যের উচ্চ মূল্যের কারণে নবমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে।
গাড়ি ক্রয়ে সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে সিঙ্গাপুরে পরিবহন খরচ অনেক বেশি। এছাড়া শহরটিতে, পোশাক ও মুদি পণ্যের দাম অনেক বেশি। অতিরিক্ত পরিবহণ ব্যয়ের সূত্র ধরেই অন্যান্য পণ্যের দামও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে বিশ্বের ১৭৩টি শহরের পণ্য এবং সেবার মূল্যমানের ভিত্তিতে ব্যয়বহুল শহরের এই তালিকা তৈরি করেছে ইআইইউ। এসব শহরের গত আগস্ট থেকে সেপ্টেম্বরের তথ্য-উপাত্ত সংগ্রহ করে ইআইইউয়ের এই তালিকা তৈরি করেছে।
এদিকে বিশ্বের সবচেয়ে সস্তা শহর নির্বাচিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। এরপরই আছে ইরানের রাজধানী তেহরান।