‘বিশ্বের শীর্ষ ধনীদের শহর ২০২৩’ শীর্ষক ওই প্রতিবেদনে দেখা গেছে, শীর্ষ ধনী শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউইয়র্ক সিটি। নিউইয়র্ক শহরে ৩ লাখ ৪০ হাজার বাসিন্দা মিলিয়নিয়ার। শীর্ষ ধনীদের শহরের তালিকায় নিউইয়র্কের পরেই আছে টোকিও এবং স্যান ফ্রান্সিসকো বে এরিয়া।
তালিকায় থাকা চীনের ছয়টি শহরের মধ্যে রয়েছে , বেইজিং, সাংহাই, শেনচেন, হাংচৌ এবং কুয়াংচৌ।