শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

বিরল সূর্যগ্রহণ দেখতে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের ভিড়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

বিরল ‌‌’হাইব্রিড’ সূর্যগ্রহণ দেখতে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহরে হাজার হাজার পর্যটক ভিড় করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিট ওই গ্রহণ দেখা যায়। এ সময় শহরের আকাশ প্রায় এক মিনিটের অন্ধকার হয়ে যায়। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে চাঁদ প্রশস্ত ছায়া ফেলে।

সূর্যগ্রহণের বিরল এ দৃশ্য দেখার পর উপস্থিত পর্যটক ও বিজ্ঞানীরা অনেকেই উল্লাস করেন। কেউ কেউ ব্যাপারটাকে ‘স্বপ্নের মতো’ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটক হেনরি বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি।’ কানাডার টম নাবের বলেন, ‘অবিশ্বাস্য, সূর্যগ্রহণের দৃশ্য দেখার পর কেঁদেছি।’

দুটি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের বিরতি থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। প্রশান্ত মহাসাগরের অন্যান্য অংশেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

ভারত মহাসাগরে সূর্যদয়ের সময় এই গ্রহণ শুরু হয় এবং প্রশান্ত মহাসাগরে সূর্যাস্তের সময় শেষ হয়। তবে এই সূর্যগ্রহণ কেউ কেউ সম্পূর্ণ এবং আংশিক গ্রহণ প্রত্যক্ষ করেন।

পশ্চিম অস্ট্রেলিয়া, তিমুর-লেস্টে এবং পশ্চিম পাপুয়াতে বসবাসকারী লোকজন বিরল এ সূর্যগ্রহণ ভালোভাবেই দেখতে পেয়েছেন।

এর আগে এমন গ্রহণ হয় ২০১৩ সালে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা বলছে, ২০৩১ আবারও এমন হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com