শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

বিমান আকাশে উড়তে ১ ঘণ্টায় কত লিটার জ্বালানি লাগে

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

উড়োহাজাজ বা বিমান নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কেননা, উড়োযানে সচরাচর সবার চড়া হয় না। অনেকেই আছেন, যারা কখনোই বিমানে ওঠেননি। এদের সংখ্যাটাই বেশি। অনেকেই জানতে চান বিমানে মাইলেজ সম্পর্কে। আকাশে উড়তে বিমান কতটা জ্বালানি পোড়ায় জানুন।

fuel

একটি বিমান এক ঘণ্টায় কত লিটার জ্বালানি খরচ করে?

সায়েন্স হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বের বৃহত্তম জেট বিমান হিসেবে বিবেচিত ফ্রান্সের চ্যাম্পিয়ন এয়ারবাস এ৩৮০, আগের তুলনায় আরও বেশি দক্ষ।

এই বহুতল জাম্বো জেটটি প্রতি ঘণ্টায় গড়ে ৪,৬০০ গ্যালন অর্থাৎ প্রায় ১১,৪০০ লিটার জ্বালানি খরচ করে। যা একটি বোয়িং ৭৪৭ এর চেয়ে সামান্য বেশি।


engine

এ৩৮০ সর্বোচ্চ ধারণক্ষমতায় ৮০০ জনেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম। প্রতি যাত্রীর জ্বালানি দক্ষতার দিক থেকে, এটি পুরনো ৭৪৭ এর তুলনায় প্রায় ২০ শতাংশ ভালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com