বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

বিনামূল্যে উচ্চশিক্ষার জন্য মার্কিন হামফ্রে ফেলোশিপ

  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

বিদেশের শিক্ষার্থীদের জন্য আমেরিকার হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের আবেদন চলছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ এক বছর মেয়াদি। সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত পেশাজীবীরা এতে আবেদন করতে পারবেন। বাংলাদেশিরাও এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ঢাকার আমেরিকান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ কর্মসূচি যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম ফুলব্রাইট কার্যক্রম। এর মাধ্যমে মেধাবী তরুণ ও মধ্য পর্যায়ের পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে ডিগ্রিবিহীন এক বছরের স্নাতক স্তরের শিক্ষা গ্রহণ, নেতৃত্বের উন্নয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। এই কর্মসূচি ভবিষ্যতের নেতৃত্ব ও নীতিনির্ধারকদের যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত ক্ষেত্রগুলোর সঙ্গে পরিচিত করার মাধ্যমে আমেরিকানদের সঙ্গে বিদেশি পেশাজীবীদের একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করে। হামফ্রে কর্মসূচি প্রয়াত মার্কিন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিউবা‍র্ট এইচ হামফ্রের স্মৃতি ও কৃতিত্বের প্রতি সম্মান জানাতে ১৯৭৮ সাল থেকে চালু করা হয়।

এই ফেলোশিপের জন্য জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকারি কিংবা বেসরকারি খাতে কর্মরত পেশাজীবী প্রার্থীদের প্রতিযোগিতামূলক পদ্ধতিতে বাছাই করা হয়।

আবেদনকারীর যোগ্যতা

*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক এবং আবেদন করা ও আবেদনপত্র বাছাইপ্রক্রিয়া চলাকালে বাংলাদেশে অবস্থান করতে হবে।

*দ্বৈত নাগরিক (বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র) কিংবা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না।

*আবেদনের সময় মেয়াদসহ বৈধ পাসপোর্ট থাকতে হবে।

*আবেদনকারীকে অবশ্যই তরুণ ও মধ্য পর্যায়ের নেতৃত্বশীল পদে থাকা পেশাজীবী হতে হবে, যার জনসেবায় দৃষ্টান্তমূলক কাজ ও পেশাগত জীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
*সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না।

*পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের শিক্ষা কার্যক্রম শেষ করার সনদ থাকতে হবে।

*বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর পূর্ণকালীন কাজ করার পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে (২০২৩ সালের আগস্টের আগে) এবং তাঁদের শিক্ষা ও কাজ সংশ্লিষ্ট ক্ষেত্রের নীতিগত দিকগুলোয় আগ্রহ থাকতে হবে।

*শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা একাডেমিক গবেষক এই ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না। তাঁদের অবশ্যই ব্যবস্থাপনার দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে (ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবেন যদি কেউ বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শেখানোর দায়িত্ব পালন করেন)।

*২০২৩ সালের আগস্টের আগে সাত বছরের মধ্যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের কোনো স্নাতক স্কুলে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময়ের জন্য লেখাপড়ায় অংশ নিয়ে থাকলে তিনি এই ফেলোশিপের জন্য অযোগ্য হবেন।

*২০২৩ সালের আগস্টের আগে পাঁচ বছরের মধ্যে ছয় মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিজ্ঞতা থাকলে তিনি এই ফেলোশিপের জন্য যোগ্য হবেন না।

*ইংরেজি লেখা ও কথা বলা উভয় ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং টোয়েফল স্কোর কমপক্ষে ৫২৫ (পেপারভিত্তিক) কিংবা ৭১ (ইন্টারনেটভিত্তিক) হতে হবে। প্রার্থীদের যাঁদের টোয়েফল স্কোরের বৈধ মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের নির্বাচনপ্রক্রিয়া শেষে টোয়েফল পরীক্ষায় অংশ নিতে হবে। (আমেরিকান সেন্টার কেবল নির্বাচিত প্রার্থীদের জন্য টোয়েফল পরীক্ষার ব্যবস্থা করবে। অত্যন্ত প্রতিশ্রুতিশীল প্রার্থীরা যদি টোয়েফলে কম স্কোর পান, তাহলে তাঁদের দীর্ঘমেয়াদি ইংরেজি প্রশিক্ষণের (এলটিই) জন্য মনোনীত করা হতে পারে।)

*আবেদনকারীকে অবশ্যই ফেলোশিপের জন্য নির্ধারিত প্রয়োজনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও প্রতিশ্রুতি দেখানোর পাশাপাশি এ কথাও জানাতে হবে যে তিনি কীভাবে এই ফেলোশিপ থেকে উপকৃত হবেন, যা তিনি আগে কখনো হননি এবং হামফ্রে কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়া এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তাঁর নেই।

*ফেলোশিপ শেষ হওয়ার পর বাংলাদেশে ফিরে আসতে হবে।

The benefits of the scholarship include:

  • Tuition and fee payments at host institutions.
  • A living allowance (maintenance) includes a one-time allowance for settling in.
  • Coverage for sickness and accidents.
  • Book allowance.

Eligible Fields/Sectors:

Interested applicants may apply in any one of the following fields.  An applicant must have a minimum of five years of full-time professional experience (prior to August 2023) in the relevant field that s/he is applying for.

Human and Institutional Capacity:

  • Economic Development
  • Finance and Banking
  • Public Policy Analysis and Public Administration
  • Technology Policy and Management

Rights and Freedoms: 

  • Communications and Journalism
  • Law and Human Rights

Sustainable Lands:

  • Agricultural and Rural Development
  • Natural Resources, Environmental Policy, and Climate Change
  • Urban and Regional Planning

Thriving Communities:

  • Public Health Policy and Management
  • Substance Abuse Education, Treatment, and Prevention
  • Educational Administration, Planning, and Policy

Applicants must meet the following criteria to be eligible for the fellowship program:

  1. Be a Bangladeshi citizen and residing in Bangladesh at the time of the application and selection process.
  2. Not be a dual (Bangladesh & U.S.) citizen or U.S. permanent resident.
  3. Must hold a valid passport at the time of application.
  4. Be a young, mid-career professional in leadership position who has demonstrated a commitment to public service and the potential for professional advancement.
  5. Cannot be a recent university graduate.
  6. Completed a university degree program requiring at least four years of full-time study.
  7. Should have a minimum of five years full-time professional experience (prior to August 2023) in the relevant field, after completing a university degree, and should be interested in the policy aspects of their field of specialization.
  8. Cannot be university professors or academic researchers with no management responsibilities (except in the field of Teaching English as a Foreign Language).
  9. Cannot have attended a graduate school in the United States for one academic year seven years prior to August 2023.
  10. Cannot have U.S. experience of any kind lasting more than six months during the five years prior to August 2023.
  11. Be proficient in both written and spoken English and should have a minimum TOEFL score of 525 (paper based) or 71 (internet-based).  Candidates who do not have a valid TOEFL score must sit for the TOEFL exam after the selection process. (The American Center will arrange the TOEFL exam for selected candidates only. Exceptionally promising candidates with lower scores may be nominated for the Long-Term English (LTE) training.).
  12. Should demonstrate the required experience, skills, and commitment while also indicating how they can benefit from this program in ways that they have not experienced previously and are not likely to have access ti without the Humphrey Program.
  13. Be in good health; successful candidates will be required to complete a medical examination.
  14. Return to Bangladesh upon completion of the program.

To apply, applicants should visit  here to access the online application.  Please note paper applications will not be accepted for this program.  For more information about the program visit:  https://www.humphreyfellowship.org/.

An applicant must first create an IIE account before s/he can access the HHH Fellowship Program application.  Applicants can use this account to log into the system throughout the process.  Individuals can save the application and return to it before submitting it.  Interested candidates must read all instructions carefully.  Keeping in mind the word limits, candidates should try to answer each essay question as fully as possible with clarity and the required information.

When the applications are complete, individuals should review the application to ensure they have completed all the required questions and attached all the requested documents before they submit their applications.  After submitting the application, individuals can view the document, but will not be able to make edits.  Only complete online applications submitted with the required documents will be considered for further processing.

The deadline for submitting an online application is 11:59 pm (BST) on Saturday, July 1, 2023.

For further information, please email the program Points of Contact at [email protected].

আবেদন করবেন যেভাবে

হামফ্রে ফেলোশিপ কর্মসূচির জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://www.humphreyfellowship.org) গিয়ে আবেদন করতে হবে। এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এই লিংক (https://bd.usembassy.gov/29650/) থেকে জানা যাবে।

হিউবা‍র্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের আবেদনপত্র ব্যবহারের অনুমতি পেতে একজন আবেদনকারীকে অবশ্যই প্রথমে একটি আইআইই (IIE) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদনকারীকে আবেদনপত্র পূরণের সব নির্দেশনা মনোযোগ দিয়ে পড়তে হবে।
ফেলোশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১ জুলাই ২০২৩। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com