আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ জুন ২০২৪।
আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।
কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দাহরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। সৌদি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধাসমূহঃ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আবাসনের ব্যবস্থা।
* স্বাস্থ্য বীমা।
* পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
*গবেষণা ও বই প্রকাশের সুযোগ।
যোগ্যতার মানদণ্ড:
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্যঃ
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* আবেদনকারী শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ বা তার বেশি থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্যঃ
* ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
* আন্তর্জাতিক আবেদনকারীদের ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথি:
* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* পাসপোর্ট সাইজের ছবি।
* রিসার্চ প্রপোজাল।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তির আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করুন এবং আপনার আগ্রহের প্রোগ্রাম নির্বাচন করুন। ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে।