1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিদেশে মধুচন্দ্রিমা
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য হেনলি ওপেননেস ইনডেক্সে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ৪৮ বছর পর বাড়তে পারে জাপানের ভিসা ফি সেন্টমার্টিনে রাতযাপন করা যাবে, নৌযান চলাচলে লাগবে অনুমতি ৫ বছরের ভিসায় পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া

বিদেশে মধুচন্দ্রিমা

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

Honeymoon Destinations এক জন নতুন মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের অন্য এক অনুভূতি। আর তারই প্রস্তুতি পর্ব হল মধুচন্দ্রিমা। কিন্তু একে অপরকে চেনার, জানার ও নিজেদের মুহূর্তগুলিকে স্মরণীয় করে তোলার জন্য কোথায় যাবেন তা ঠিক করাই হয়ে ওঠে বেশ কঠিন কাজ।আর বিয়ে যখন হচ্ছে তখন হানিমুন তো হবেই। আর এই হানিমুন করতে অনেকেই আজকাল বিদেশে যেতে চাইছেন। কিন্তু হানিমুনের জন্য কোথায় যাওয়া যায় তা নিয়ে অনেক আলাপ আলোচনার পরও সঠিক সিদ্ধান্তে আসতে পারেন না নবদম্পতিরা। তাঁদের সুবিধার জন্যই কয়েকটি বিদেশি হানিমুন স্পটের হদিশ দিল টোটো কোম্পানি।

বালি
বালি

গরমে ভারতীয় কাপলদের আদর্শ পর্যটনক্ষেত্র ইন্দোনেশিয়ার বালি। এখানকার আনাচ কানাচে যেন রয়েছে মধুচন্দ্রিমার হাতছানি। অনেকেই মজা করে বলেন যে বালির পর্যটন সাজানোই হয়েছে হানিমুন কাপলদের কথা ভেবে। বেড়ানো শুরু করবেন উবুদ থেকে। তারপর সোজা চলে যান উলুওয়াতু। মধুচন্দ্রিমার জন্য সেরা জায়গা বালির স্থানটি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যের কোনও তুলনা হয় না। শুধু হানিমুনই নয় ডেস্টিনেশন ওয়েডিং-এর স্থান হিসেবেও এই উলুওয়াতু বেশ জনপ্রিয়। এখানে গেলে অবশ্যই এখানকার বিখ্যাত মন্দির দর্শন করবেন। এখানকার বিখ্যাত পাডাং পাডাং বিচে শনিবার করে নাইট পার্টির আয়োজন করা হয়। এই পার্টি কিন্তু একদম মিস করবেন না। বালির এই হানিমুন ডেস্টিনেশনটি তুলনামূলক সস্তা। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ, একাধিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর, চকোলেট কারখানা এবং শাড়ির বাজারে ঢুঁ দিতেও ভুলবেন না যেন।

​ফিজি

​ফিজি
ওশিয়ানিয়া মহাদেশের ছোট্টো দ্বীপরাষ্ট্র ফিজি গরমে হানিমুন যাওয়ার জন্য আদর্শ জায়গা। এখানে মে মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত ঠান্ডা থাকে। মানে ভারত যখন গরমে কুপোকাত ফিজি তখনে ঠান্ডায় ফ্রিজ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে হওয়ায় এই দ্বীপরাষ্ট্রে তাঁরাই বেশি ভিড় জমান। তবে আজকাল ভারতীয়দের কাছেও ক্রমশ পরিচিতি পাচ্ছে ফিজি। এখানকার সমুদ্র, গাছপালা, বালুকাবেলা, সমুদ্রের নীচের জীবন দর্শন এক কথায় অপূর্ব। হানিমুনের উদ্দেশ্যে এখানে সময় কাটাতে ভালো লাগবে। এখানকার স্কুবা ডাইভিং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এখানকার গ্রামে গ্রামে ঘুরে আদিবাসীদের জীবনযাত্রা এবং নানা পরব দেখে মুগ্ধ হবেন। নারকেল, মাছ কিংবা চিকেনের রান্নার স্বাদ অসাধারণ। প্রাচীন এবং আধুনিক জীবনযাত্রার এক অসাধারণ মেলবন্ধন এই দ্বীপরাষ্ট্রটি।

​দক্ষিণ আফ্রিকা

​দক্ষিণ আফ্রিকা

​দুবাই

​দুবাই

বিশ্বের সুন্দরী এবং অত্যাধুনিক শহরগুলির মধ্যে অন্যতম দুবাই। আর হানিমুন করার আদর্শ স্থান। অপূর্ব সুন্দর এই শহর ঘুরতে দিন কয়েক হাতে রাখতে হবে। হানিমুন কাপলদের কথা ভেবেই হয়তো দুবাই খাঁড়িটি সেজেগুজে বসে আছে। এর ধারে বসে রোম্যান্টি ডিনারের কোনও তুলনাই হয় না। দেখে নিন বিখ্যাত বুর্জ খলিফা। প্রিয় সঙ্গীকে সঙ্গে নিয়ে বিশ্বের সর্বোচ্চ রেস্তোরাঁয়। এখানকার ওয়াটার পার্ক, ফ্লাওয়ার পার্ক, জলের নীচের চিড়িয়াখানা ইত্যাদির কোনও তুলনা হয় না। এখানকার সোনার বাজারে গেলে তাক লেগে যাবে।

​সুইৎজারল্যান্ডের লুসার্ন

​সুইৎজারল্যান্ডের লুসার্ন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com