বিদেশে অনেকে পড়াশোনা করতে চান। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনাও করেন অনেকে। সিঙ্গাপুর আপনার গন্তব্য তালিকায় থাকতে পারে। কারণ, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দেয় বিদেশি শিক্ষার্থীদের।
দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এশিয়ার শিক্ষার্থীদের স্নাতক বৃত্তি দেয়। টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং নবীনদের জন্য ভ্রমণ খরচ মেলে এ বৃত্তি পেলে। আবার নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ এবং এনটিইউ-ইউনিভার্সিটি স্কলারস প্রোগ্রাম স্কলারশিপ প্রদান করে। দুটি বৃত্তিতেই শিক্ষার্থীদের নানা আর্থিক সহায়তা করা হয়। এ বৃত্তিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিঙ্গাপুরে একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন সুযোগ প্রদান নিশ্চিত করে।
সিঙ্গাপুরে আরও কিছু বৃত্তি রয়েছে। এগুলোর মধ্য ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর স্কলারশিপ অন্যতম। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এসঅ্যান্ডটি) আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তি স্নাতক শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ সুযোগ। এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ভ্রমণের খরচ পান।
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অর্থায়নের এ স্কলারশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের নানা সুযোগ প্রদান করে। এ বৃত্তি কোনো শিক্ষার্থী পেলে টিউশন ফি, জীবনযাপন ভাতা, বইয়ের জন্য অনুদানসহ নানা সুবিধা পাবেন।
** নানইয়াং স্কলারশিপ—
এনটিইউর বৃত্তি স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য।
মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। হাস স্কলারশিপ স্নাতক কোর্স করা শিক্ষার্থীদের জন্য।