বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধ করে অনলাইন মাধ্যম থেকে বিমানের টিকিট কেনার সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ শুক্রবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।
‘বিমানের টিকেটের মূল্য’ শিরোনামে দেওয়া পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘সম্প্রতি সৌদি আরব সফর শেষে দেশে ফিরি। এসেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারকে বিমানের টিকিটের উচ্চমূল্য নিয়ে প্রবাসীদের অভিযোগ ও ভোগান্তির কথা বলি। উনার উদ্যোগে পরদিনই উচ্চপর্যায়ের একটি সভায় তিনি এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভায় এগুলো আরও বিস্তারিতভাবে ঠিক করা হয়। ’
তিনি লেখেন, ‘এসব সভার আলোকে ১১ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারিতে জারিকৃত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দুটি সার্কুলারে বিমানের টিকিট নিয়ে ভোগান্তি রোধে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ তারিখের সার্কুলারে প্রবাসীকর্মীদের জন্য সৌদি আরবগামী যে কোনো বিমানের টিকিটের মূল্য ৩৬০ ডলার ধার্য করা হয়। আগে এটি ছিল জেদ্দায় ৪৮০, মদিনায় ৪৩০ ও রিয়াদ/দাম্মামে ৪০০ ডলার। মালেয়শিয়ার জন্য এটি ১৭৫ ডলার থেকে কমিয়ে ১৫০ ডলার ধার্য করা হয়। ’
প্রবাসী কল্যাণ উপদেষ্টা লেখেন, ‘বিমান বা যে কোন এয়ারলাইনে টিকিটের উচ্চমূল্যের জন্য একটি বড় কারণ হচ্ছে টিকিট কালোবাজারি। এটি রোধকল্পে ১১ তারিখের সার্কুলারে যাত্রীদের নাম ও পাসপোর্ট কপি ছাড়া গ্রুপ টিকিট বুকিং নিষিদ্ধ করা হয়েছে এবং বুকিং দেওয়ার ৩ দিনের মধ্যে টিকিট না কিনলে তা বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। সকল এয়ার টিকিটে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা ও এর মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শনের আদেশ দেওয়া হয়েছে। টিকিট মজুদ করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে। ’
তিনি আরও লেখেন, ‘এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে। তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ্, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করব।’