বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

বাংলার মুখ আমি দেখিয়াছি

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ/ খুঁজিতে যাই না আর’- বহুকাল আগেই লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এরপর বয়ে গেছে বহু সময়। তবু বাংলার রূপ এখনো অপরূপ।

নানা রূপে নানা সাজে সেজে ওঠে আমাদের এই সবুজ বাংলা। এর ভেতরই বয়ে চলে আমাদের জীবন। প্রকৃতির রূপ-রস আর আমাদের জীবনযাপন একাকার হয়ে ওঠে।

তবু সেই চেনা জীবনের চেনা রূপের ছবি ক্যামেরাবন্দি হয়ে দেখলে অজান্তেই চমকে ওঠি আমরা। বিমোহিত হয়ে ওঠি।

বরিশালের তরুণ তানভীর এলিনের তোলা এমনই কিছু অপরূপ রূপের ছবি নিয়ে এ আয়োজন।

পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার তানভীরের নেশা ফটোগ্রাফিতে। ২০১৭ সাল থেকে তিনি ফটোগ্রাফি করছেন। ইতোমধ্যে অর্জন করেছেন বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক পুরস্কার।

শাপলা সংগ্রহ করে সাজিয়ে রাখা হয়েছে ছবি তোলার উদ্দেশে

ঘোড়ায় চড়ে পলো বাওয়া উৎসবে যোগ দিচ্ছেন এখন শৌখিন মাছ শিকারি

শাপলা সংগ্রহ

শাপলার হাসি

ফ্রেমবন্দি বজ্রপাত

পলো বাওয়া উৎসবের পথে

জেলে জীবন

যেখানে আলো-আঁধার মিশে গেছে; কুয়াকাটা

ডাকাতিয়া নদীতে নৌকা; চাঁদপুর

শাপলা-শালুক

পাখির চোখে মাছ ধরা উৎসব

দুরন্ত শৈশব

শাপলার সমাহার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com