মের নাম মুনলাই পাড়া গ্রাম। একটি ছোট পাহাড়ি গ্রাম। পুরো গ্রামই যেন ছবির মতন। এটি দেখতে অনেকটা হাতে আঁকা চিত্রকর্মের মতো। গ্রামের প্রতিটি বাড়ির উঠানে বিভিন্ন ফুল ফুটেছে। এখানে কোথাও অল্প পরিমাণ আবর্জনা কোথাও নেই। বাসিন্দারা নিজ উদ্যোগে তাদের বাড়ির উঠানের পরিচ্ছন্নতা বজায় রাখেন।
বান্দরবানের রুমার উপজেলার মুনলাই পাড়া গ্রাম এখন দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে বিবেচিত। শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে।
এই গ্রামের প্রবেশদ্বারটি দেখলেই মনে হবে যেন কোনো শিল্পীর আঁকা একটি নিখুঁত ছবি। গ্রামের মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে। আর রাস্তার দুই পাশে সব ঘর অবস্থিত। ফোকাস ফুলের বিছানা, বাড়ির সীমানা থেকে শুরু করে থেকে উঠান পর্যন্ত প্রসারিত আকর্ষণীয় ফুলের বাগান রয়েছে।
দশ একর জমিতে নির্মিত এই মুনলাই পাড়ায় ৬৫টি পরিবারের ৩১৫ জন লোক বাস করে। গ্রামের সবাই বম সম্প্রদায়ের। যেহেতু সবাই খ্রিস্টান, তাই এখানে দুটি গির্জাও রয়েছে।
গ্রামটি পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় শিক্ষার্থীরাও পড়াশোনায় বেশ আনন্দ পায়। কবিতা, গান ও ছন্দে তারা তাদের অভ্যন্তরীণ সৌন্দর্যের মহিমাও প্রকাশ করে। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হওয়ায় স্কুলের শিক্ষকরাও খুব খুশি।