ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক এই সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে জোর দেওয়া হয়।
নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় হাইকমিশনার উভয় দেশের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ভারতীয় হাইকমিশনার দুই দেশের বাণিজ্য, প্রকল্প এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানান, দিল্লির সঙ্গে কথা হচ্ছে খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় টুরিস্ট ভিসা পাবেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসেছে ভারতে। তবে দুর্গাপুজোর উপহার নয় বাংলাদেশ জানায়, ভারতের সঙ্গে ব্যবসার সম্পর্কেই ইলিশ রফতানি করেছে। এরপরই সুখবর এল পড়শি দেশের জন্য। বাংলাদেশের জন্য চাল রফতানি শুরু করতে চলেছে ভারত। এক বছর পর ভারত চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। একইসঙ্গে রফতানির শুল্ক হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে বাসমতি চাল আপাতত রফতানি হবে না।