বাংলাদেশে পর্তুগিজ দূতাবাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে পর্তুগাল। মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্তুগালে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পওলো রেন্জেল।
দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রধান কর্মকর্তার বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস বা কনস্যুলার সেবা চালুর বিষয়ে দেশটি অধিক গুরুত্ব সহকারে কাজ করছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতাসহ বিভিন্ন বিষয়ে পওলো রেন্জেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জানান, এ বিষয়গুলো তিনি অবগত এবং পর্তুগিজ সরকার বিষয়গুলো পর্যালোচনা করছে। তাছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উল্লেখ, পর্তুগালে অনুষ্ঠিত জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি মঙ্গলবার পর্তুগাল ছাড়াও তুরস্ক ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত সম্মেলনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠক করবেন বলে জানা গেছে।