ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপ বৃত্তি পেতে এখন আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন—দ্য গ্রেট স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা অটাম–২০২৪ সেশন থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন।
ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস, সাইকোলজি ডিজাইন, হিউম্যানিটিজ, ডান্সসহ অন্য বিষয়ে এ বছর যুক্তরাজ্যের ৭১টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর করার ক্ষেত্রে ১৫টি গ্রেট স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে।
এ ছাড়া মিনিস্ট্রি অব জাস্টিসের অংশীদারত্বে গ্রেট স্কলারশিপ ২০২৪ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের আইন ও বিচার বিষয়ে অধ্যয়নের জন্য তিনটি বৃত্তি দেওয়া হবে, যার মাধ্যমে এ প্রোগ্রামে অংশগ্রহণকারী যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে উল্লিখিত বিষয়ে পড়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী মানবাধিকার, সম্পত্তি আইন, ফৌজদারি বিচার, বাণিজ্য আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তাঁরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ মিলবে এ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। এ বৃত্তির অধীনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞানের মতো বিজ্ঞান ও প্রযুক্তিসম্পর্কিত বিভিন্ন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্জন উদ্যাপনের লক্ষ্যে কাজ করে গ্রেট স্কলারশিপ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পছন্দমতো বিভিন্ন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে সুযোগ প্রদান করে। যেসব শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে আগ্রহী, তাঁদের অবশ্যই এ বৃত্তি প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় থেকে অফার অব এন্ট্রি পেতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোর্সে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় সব মানদণ্ড পূরণ করতে হবে।
Coming to study in the UK is your opportunity to gain the skills, outlook and confidence you need to fulfil your potential. Applying to study in the UK is a straightforward process and we will guide you through it step by step.
https://study-uk.britishcouncil.org/plan-studies/apply
6 top tips for applying for the GREAT Scholarship:
To get through the first round of applications, you must fulfil two simple requirements. If you meet the scholarship’s eligibility criteria and you stick strictly to the word limit, you will automatically proceed to the next stage, where real people read your application.
If you don’t share your achievements with the people reading your application, they won’t know your worth. Don’t worry about ‘talking about yourself too much’ or ‘boasting’. To decide whether to grant you the scholarship, they want and need to know your achievements.
Diona, who recently completed her master’s in Education, Inclusion and Special Needs at the University of Hull, says: ‘Don’t be ashamed to talk about all of your achievements and the extra activities you have engaged in over the last few years. I wrote a lot about different activities that I’d done in school. I was wondering if I should, but then I decided there’s no harm in sharing what you’ve done. I put it out there. It could be something as simple as being part of the school dramatics association. Just make sure you show how this has been beneficial, and how being involved has given you different skills and how you want to embrace them.’
There are no right or wrong answers if you talk candidly about your experiences. Share your story, your capabilities and your ambitions in the best way that you can, and try to structure your answers in a way that makes the most of the limited space you have.
To learn from the process, Diona asked the assessors – after being offered the scholarship – why they had chosen her. She says, ‘They said that one of the best things about my application was that I was totally honest about who I am. They liked my flow of writing. Remember to make your writing like a story that reflects all of the positive ways you’ve been involved in different activities’.
People reading your application will want to know what you hope to gain from receiving the scholarship, personally and professionally. Your answers are the chance for you to show them how receiving the scholarship would impact your life.
In Diona’s application, she wrote about how getting her master’s in the UK would be the first stop on her journey to achieving her career goals. The course she applied for at the University of Hull focused on job building, leadership and management. After graduating, she wanted to stay in the UK to grow her experience within the field of education before returning to India to found and run a special education institution.
‘I’m hoping to start my own school one day where there is inclusive education and a proper platform for special needs. Just teaching in schools is not going to prepare me. I also need to understand the management, the admin and the marketing side. There is so much that goes into it’, she says.
In your application, you should try to highlight how the knowledge, skills and experiences you will gain through your education won’t just help your own personal and professional growth but also the growth of your nation. You will be assessed on your ambitions, including in the longer term, and in relation to the value you receiving a GREAT Scholarship will add to your home community.
In her application, Diona emphasised that beyond her career ambitions, she hopes the school she wants to set up will ‘make education in India more accessible and inclusive for differently able students, and not just those who can afford it’. She also emphasised that she wanted to ‘create opportunities for women, and other disadvantaged groups, to find stable and meaningful employment and ensure they are given equal opportunities’.
Time and time again, students talk about the ‘why not?’ factor when applying for scholarships. It’s normal to get intimidated when thinking about how many people can be applying from all over the world who you might feel are more deserving of certain opportunities than you. They are probably thinking the same thing. And if you don’t try, you will never know. So it’s worth taking your chances. And if, at first, you don’t succeed, or you don’t get exactly what you’re looking for, there are always other options that will help you to achieve your goals.
Diona suggests, ‘If you don’t get accepted for the scholarship, don’t be upset about it. Instead, see it as a learning experience. ask for feedback from the panel who received your application and implement what they’ve told you in future scholarship applications.’
গ্রেট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships