সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত “বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার” শীর্ষক খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
একে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে অভিহিত করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের গুজব জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মাত্র। দেশবাসীকে এসব মিথ্যা তথ্য উপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাতারের শ্রমবাজার স্বাভাবিকভাবে চালু রয়েছে। সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ থেকে কাতারে এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী গেছেন। বর্তমানে কাতারে কর্মরত আছেন ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন বাংলাদেশি শ্রমিক।
এছাড়া, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী পাঠানোর নামে যে বিভ্রান্তিকর প্রচারণা চলছে, সেটিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয় সবাইকে সতর্ক থাকার এবং সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।